কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

শ্যামল শীল

 

কবিতার কালিমাটি ১৪১


লিখি মন

 

কলমে জ্যোৎস্না ভরে লিখছি যাপন

সাদা পৃষ্ঠায় নেমে আসে আলো এবং অন্ধকার

সুখ-দুঃখ হর্ষ-বিষাদ অগ্নি ও জল

জীবনকে লিখি না জীবন আমাকে লেখে

এই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে

এক টুকরো ভাসমান মেঘকে ডেকে বলি

দু চোখে স্বপ্ন ভরে দাও, ভেসে যাই অনন্ত অসীমে   

 

দৃশ্যমান

 

ইতিউতি কলরব

অর্থহীন কথা, উত্থিত তর্জনী

জেগে আছে রাত, সমবেত ধ্বনি

 

অপাংক্তেয় কথাগুলো ঘুরছে বাতাসে

মুখ থুবড়ে পড়েছে অঙ্গীকার

অগ্নি-সাক্ষীরা লুটাচ্ছে ঘাসে

 

অস্তিত্ব

 

সম্পর্ক সকালের ট্রেনে চলে গেছে

বাড়ি ফিরে এসেছে রোদ্দুর

সমস্ত দেয়াল জুড়ে আত্মকথা লেখা আছে    

 

মহাকাল চলে গেছে না ফেরার দেশে

একান্তে গাছের গল্প শুনি

দিগন্তে রাস্তা বাঁক যেখানে নিয়েছে 

দীর্ঘ রাস্তায় ঝরাপাতা পড়ে আছে

 

              

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন