কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

আমিনুল ইসলাম

 

কবিতার কালিমাটি ১৪১


অন্যের শরীর ছুঁয়ে দ্বিধাহীন রং

 

(১)

 

তুমিও জানতে না কী অভিপ্রায়

খাঁচাবদ্ধ এক খেয়াল

 

খেয়াল = অভিসন্ধি

না খেয়াল < অভিসন্ধি

(?) চিহ্ন নয়

একটা আলোচনা + চা

 

ঢুলু তুস জাগানোর প্ররোচনায় ব্যস্থ মাতব্বর

দেখানো হলো মেঘের গোপন ডেরা

অভিযোগহীন চোখের ক্ষেত

নদীর খরস্রোত

বিস্ময়ের সূত্রে আরও এক বিস্ময়

ঘোলাটে পরাজয় = নিশ্চিত বিপক্ষ

পন্থা < অভিসন্ধি > খেয়াল

সুতরাং

মাথায় জল

বা দুধ

পাথরের কী আর আসে

 

(২)

 

নিলাম হতে গিয়ে দেখা

চারদিক ফাঁকা ঢোলের বাজনা

 

(১-১) =  শূন্য

অতএব

শূন্য = আরও শূন্য = দুইটি শূন্যস্থান

কীভাবে দখল নেওয়া যায় ভাবছেন

আলো একটু Dim হলে

 

এলোমেলো চুলের বৈচিত্র্যে

ভুলোমনের পাখি। অন্ধ-কারাগার

হৃদয়ের বর্ষা-ভেজা গন্ধের মাদক

মহুয়া ফুল তুলবে বলে

ধ্রুব সন্ধায় টুপটাপ 

নদীর দুঃখ হ্যাং

রং-তুলির কোলাবরেশন

ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছিল পতঙ্গের

 

(৩)

 

মাথা ঠোকার জন্যই 

বাতির আগুনে বরফের শিং

খবরের বিন্দু বিন্দু জলকণা

 

শ্রীকৃষ্ণ জপছেন

অযথা মাথার-ঘাম কচু-পাতার নিশ্চিন্ত

নিষিদ্ধ বিশ্বাসের বীজে জন্ম নিচ্ছিল আবার

যদিও ফলের জটিল শরীরে ফাটল ঘনীভুত

ছায়ার নিচে অনর্থক

 

এবং শব্দের ধাতু

খুলে নিচ্ছিল সব নিষিদ্ধ নদী

 

(৪)

 

আয়নার ভেতর প্রতিষ্ঠিত

সুন্দর কাঠামোটি

যাপন করা অতোটাও সরল নয়

মনের জানালা খুলে বাইরেটা

বুঝে স্বচ্ছ মেঘ বুনছিল সময়

 

(৫)

 

একফালি চাঁদের ওষ্ঠে 

ঠিকরে পড়ছিল রোদের সাঁতার

 

পিচকুড়ির ঢাল

Down শান্তিনিকেতন

Up নয় কেন

কেনর অথইয়ে ভাসে

নৌকোর লাল

 

গৃহস্থ পাঁচিল অন্তরঙ্গ চানঘর

চর্যাগীতির দৃশ্য শুনতে চায়

জ্বরের হেঁয়ালিতে

জমছিল বারকোডহীন ঘুমন্ত

আঙুল মৌনমুখর

অসার বিকেলের পাণ্ডুলিপি

আর

ত্রাণের উৎসে

ভেসে যাচ্ছিল সম্মোহিত ভবিষ্যৎ

 

 

 

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন