কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

চিত্তরঞ্জন হীরা

 

কবিতার কালিমাটি ১৪১


শব্দঘর - ১

 

মন বসছে না

মনেও বসছে না

অথচ

মনে মনে

তরল মাংসের গান।

 

গানের তরল

আর মাংস নয়

মা হংসের পাঁজর

কথা বলছে

পালকের সঙ্গে

        পলকের সঙ্গে।

 

পা জড়িয়ে ধূ

সরে সরে

চূড়া থেকে অন্তে

            অনন্তে

নেমে আসছে এক

দল পাহাড়ি মানের

                  নিঃঝুম।

 

পর্দা ভেসে

পর্দায় ভেসে

চেনা মুখের বন্ধ

মধুকোষ

কোষে কোষে

         মাতৃভাসান

           শব্দের গা ধরে।

 

শব্দঘর - ২

 

এক একটা সকাল

খুলতে ডানা

           মেঘবসতে

পাতার কুড়ে

    একচালা এক

                   শব্দঘর।

 

ঘরে ঘরে কথা ডুবছে

কথায় ডুবছে সন্ধ্যার বুক

   গ্রহণ লাগা

        সোহাগগুলো

লুকিয়ে রাখছে

             পুরনো চোখ।

 

তুমি তুমি রাত্রি ঘেঁষে

চাঁদের নকশা

মেঘনদী

    নদীর মেঘ

            ডুরে কাটা

রাতভরি কোল

কিছু তারা

        খুনসুটি মেপে।

 

ছায়ার আলসে

একা করে মুখোশহীন

ভোর চলেছে

          নিজেকে বাজিয়ে।

 

শব্দঘর - ৩

 

সবুজ কাঁটা

ঘর গুণছে একটা দুপুর

নীল চশমায়

    রৌদ্র থেকে

           ঝাঁপের করাত

জুড়তে জুড়তে

      কাচপাথরের মেহগনি।

 

আকাশটা সেই

মেঘ ডেকে দেয়

খোলা ছাদের

           মেয়ে বিকেল।

নোঙর ফেলা

    নামতে নামতে

          নামগুলো সব

                গড়িয়ে যাচ্ছে

                সম্পর্কের খাদে।

 

   

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন