কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

অভিজিৎ মিত্র

 

কবিতার কালিমাটি ১৪১


মন রে

 

 

ক অক্ষর মাখিয়ে

ফর্সা চামড়া যে আঁচড়াত

সন্ধে নামলে ভালবাসত

                  চলে গেছে

একদিন টানেল ধরে হেঁটে

যদ্দুর চোখ যায়

ভেবেছিলাম সে অমর হয়ে যাবে

এপাতা ওপাতা ছাতিম গন্ধ

আমার বুকের ওপরেও

কালো মারুতি গ্যারেজে ফিরে এল

                          সে এল না

 

বি

 

বি থেকে বিকেল বরাবর বার্বিকিউ

কেউ কি টেবিলে হেমন্ত সাজিয়ে রাখবে

রুমেলা পাহাড়ের ভুল ঠিকানা

হয়ত রাস্তায় মচমচ আর

কার্তিকের আকাশ একদাগ নেমে আসা

ক্যানেল সাউথ রোড ধরে ঐ যে

ধোঁয়া লাইন ধোঁয়া ধোঁয়া

ফেব্রারি থেকে নভেম্বর

কখন কিভাবে দশমাস

ভিজে পাতা শুকিয়ে জ্বালানি

সুতোর টানে যারা আদরে আঙুলে

                        হারিয়ে গেছে

 

তা

 

তা থেকে ঝরে যাচ্ছে চুলমাখা রোদ

                        এবার কুয়াশা

পৃথিবীর সব উৎসব পেরিয়ে

আজো হালকা এক ক্ষিদে

যে চোখে আজীবন ঋতু

অথবা মাঠে দাউদাউ ধান

আসছে হারাচ্ছে ডাকছে

ডাচ অ্যাঙ্গেলে ক্যামেরা পেতেছি

যদি আবার এ'হাতে

                    ডিসেম্বর আসে

                    ক'ফোঁটা চন্দ্রবিন্দু

                    বাঁকুড়া মোড়ের ভুল গানেরা


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন