কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

শৌনক ঠাকুর

 

কবিতার কালিমাটি ১৪১


এটুকুই যা স্বস্তি

 

পদ্মার শূন্য দ্বীপ থেকে ভেসে এল

হৃদয়ের আর্তি

এবং শেষ হল বিশ্বামিত্রের তপস্যা –

অফুরন্ত প্রতীক্ষা

হঠাৎ তেল উপচে পড়ল নক্ষত্রে

জ্বলে উঠল আকাশ প্রদীপ হয়ে

হলুদ ফুলে নুয়ে পড়ল বাবলাগাছ

পাথরের বুকে ঢেউ-এর শীতলতা,

 

স্বপ্ন ভেঙে উঠে পড়ে পৃথিবী

ভোরের স্বপ্ন এটুকুই যা স্বস্তি।

 

শুধুই ঝরে পড়া

 

পৃথিবীর গভীরতম অরণ্যে

বৃষ্টি উপেক্ষা করে মেয়েরা

সেঁকে চলেছে নরম গরম রুটি

রাত্রের গাঢ়তা আমার তন্দ্রায়

 

পাতার উপর আছড়ে পড়া বৃষ্টির কান্না

কোন না রাখা প্রতিশ্রুতি।

 

জীবন বৃষ্টির ধারা

শুধুই বিরামহীন ভাবে ঝরে পড়া।

 

খড়কুটো

 

এ জীবন একটা খড়কুটো

কেবল স্রোতের তালে তাল দেওয়া

ঘূর্ণাবর্তের ঘূর্ণনে কিংবা

গুপ্ত পাথরে হোঁচট খেয়ে 

কোন রকমে টাল সামলে আবার

ভেসে চলা

 

এই প্রবাহমান জীবনে নিজের ছায়া দেখতে দেখতে

শুধুই নিজেকেই চিনতে পারলাম না।

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন