প্রতিবেশী সাহিত্য
দেবেশ পথ সারিয়া’র কবিতা
(অনুবাদ : মিতা দাশ)
লেখক পরিচিতিঃ কবি দেবেশ পথ সারিয়া’র জন্ম ১৯৮৬ সালের ১১ ফেব্রুয়ারি, রাজস্থানের
ভরতপুরে। শিক্ষাঃ নৈনিতাল থেকে পিএইচ.ডি. অবজারভেটরি থেকে স্টার ক্লাস্টারে; এম এস
সি আলওয়ার থেকে পদার্থবিজ্ঞানে। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তাঁর লেখা – সংবাদপত্র
রাজস্থান পত্রিকা, দৈনিক ভাস্কর, প্রভাত খবর, সানডে পোস্ট এবং সাহিত্যপত্রিকা - হংস,
নয়া জ্ঞানোদয়, ভাগর্থ, কথাদেশ, কথাক্রম, পরিকথা, পাখি, আজকাল, বনাস জন, মধুমতি, কাদম্বিনী,
সাময়নতর ওয়েব, ইত্যাদিতে। তাঁর কবিতা ম্যান্ডারিন চাইনিজ, ইংরেজি, স্প্যানিশ, পাঞ্জাবি,
বাংলা এবং রাজস্থানী ভাষা ও উপভাষায় অনূদিত হয়েছে। বর্তমানে তিনি তাইওয়ানে পোস্ট
ডক্টরাল গবেষক।
ঘুমের আগে
ঘুমিয়ে পড়ার ঠিক আগে,
যখন সমস্ত আবেগ শান্ত হয়ে যায়,
তখন একটা ঢেউয়ের মতো স্রোত আমাকে তোমার কাছে নিয়ে
যায়,
তোমার কথা ভেবে আমি ঘুমিয়ে পড়ি,
অন্য শহর হোক বা অন্য দেশ, তুমিই আমার যাত্রার
গন্তব্য!
বৃত্তান্ত
আমি পড়েছিলাম যে
একটি ছবি হাজার শব্দের সমান এবং আমি এটি পরীক্ষা করেও
দেখেছি
এই শব্দগুলি ব্যবহার করে কবিতাও লিখলাম
তারপর আমি এমন শব্দ খুঁজতে বের হলাম
যা আমার মনে অসংখ্য ছবি জাগিয়ে তুলবে।
এই বিভ্রান্তির মধ্যে অনেক ভ্রমণ থেকে ফিরে এসে,
অসংখ্য চূড়া এবং খাদ অতিক্রম করার পর,
আমার মনে প্রথম এই শব্দটিই এলো -
বৃত্তান্ত!
অদ্ভুত স্বপ্ন
আমি কিছু অদ্ভুত স্বপ্ন দেখি। আমি একটি সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায়
একজন বিখ্যাত ব্যক্তির মৃত্যুর মর্মান্তিক সংবাদ দেখতে
পাই।
প্রথম পাতার খবর হিসেবে
যথেষ্ট বিখ্যাত এবং জনপ্রিয়
আমি নিজেও এমন
আমি এই স্বপ্নগুলো কারো কাছে বলি না,
কিন্তু আমার প্রতিক্রিয়া কী হওয়া উচিত তা আমি ঠিক
করতে পারি না -
আমার নিজের সম্ভাব্য উত্থানে উল্লাস,
বা কারো করুণ মৃত্যুতে শোক?
ক্ষেতের ঢেলা
মাটি তো মাটিই,
কিন্তু একজন কৃষকের কাছে তার ক্ষেতের প্রতিটি
ঢেলাই
তার ক্ষেত।
মাটির প্রতিটি কণাই ঢেলা
প্রত্যেক ঢেলা দিয়ে ক্ষেত
ক্ষেতগুলি দিয়ে
কৃষকদের জীবিকা
যখন সে তার
বাচ্চাদের শহরে পড়তে পাঠায়, তখন সে ঢেলা পিষে
টিপ দেয় কপালে।

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন