কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

সুধাংশুরঞ্জন সাহা

 

কবিতার কালিমাটি ১৫২


জেব্রাপারাপার থেকে বলছি

জেব্রাপারাপার থেকে বলছি, এসো প্রেম তোমাকে লিখি।

কে না জানে! প্রত্যেকেই শোনাতে চায় তার নিজস্ব গল্প।

চেনাতে চায় পেন্সিলে আঁকা ঝাপসা ছায়াপথ

অথবা গলিতে গলিতে ঢুকে পড়া বিশ্বায়নের থাবা,

ঘরে ঘরে নেমে আসা বিপন্নতার শ্রাবণকথা।

 

আমাদের বেঁচে থাকা ঘিরে আর কোনো বৃক্ষ নেই, ছায়া নেই।

আজকাল ইচ্ছে করেই এড়িয়ে চলি রবিবার...

পুরনো বাড়ির গুটিকয়েক খোলা জানালা।

 

শুধু মাঝে মাঝে বসে আঁকো প্রতিযোগিতার মঞ্চ থেকে

বেজে ওঠে পাখিদের পিয়ানোর টুংটাং...।

 

আশ্চর্য সব মিউজিয়াম

হারানো বিকেলের ভিতরেই লুকোনো আছে

আশ্চর্য সব মিউজিয়াম...

সময়ের অ্যালবাম খুলে মাঝে মাঝে

চোখ বোলাই আগুনের বর্ণমালায়।

সেই আগুনের সঠিক ব্যবহার নিয়ে ভাবতে বসি,

চাই, চোখে চোখে ছড়িয়ে পড়ুক আগুনের ভাষা,

সেই আগুন পেরিয়ে যাক দেশের সীমানা,

জেগে উঠুক ঘুমিয়ে থাকা গান,

আর গানে গানে নেচে উঠুক অন্ধ ঘুঙুর,

বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে উঠুক ঝড়, তীব্র ঝড়।

 

ক্যানভাস

পৃথিবীর সব বন্ধ দরজার আড়ালে

লুকিয়ে আছে সীমাহীন রহস্য

বিপ্রতীপে অঢেল আকাশ নদী গাছ

ছায়া এবং রোদের সংকেত

অথবা স্বপ্ন ও প্রত্যাশার আদিগন্ত ক্যানভাস

 

আজ এতোদিন পরে

পুরনো স্বপ্ন ভেঙে দেখতে গিয়ে দেখি

স্বপ্নের ভিতর তেমন কোনো স্বপ্ন ছিল না

ছিল না রামধনু রঙও

 

তবু কারা যেন নতুন স্বপ্ন বুনে চলেছে...

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন