কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

সিলভিনা ওকাম্পোর কবিতা

 

প্রতিবেশী সাহিত্য

সিলভিনা ওকাম্পোর কবিতা  

(অনুবাদ : সুপর্ণা বসু)

 


কবি পরিচিতিঃ সিলভিনা ওকাম্পো (Silvina Ocampo, ১৯০৩–১৯৯৩) ছিলেন আর্জেন্টিনার কবি, গল্পকার ও অনুবাদক। লাতিন আমেরিকার সাহিত্যের এক সাররিয়ালিস্টিক কলম। তিনি বুয়েনাস আয়ার্সে এক অভিজাত ও বুদ্ধিজীবী পরিবারে জন্মেছিলেন। সিলভিনা ওকাম্পোর লেখায়  গভীর মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য আছে। তাঁর প্রথম গল্পগ্রন্থের নাম Viaje olvidado ১৯৩৭ সালে প্রকাশিত হয়। ১৯৪৮এ প্রকাশিত হয় Autobiografía de Irene. ১৯৫৯এ La furia yotros cuentos. এছাড়াও Enumeración de la patria (১৯৪২) Espacios métricos (১৯৪৫) Los nombres  (১৯৫৩) Lo amargo por dulce (১৯৬২) প্রভৃতি কাব‍্যগ্রন্থ।


Epitaph for an Aroma (একটি সুগন্ধের মৃত‍্যুলিপি)

গতকাল যখন হিম পড়ছিল

তখন আগামীর পরাগ ও পাপড়ির ভেতর

আমি একটি বাগানের ধ্বংস দেখেছিলাম

ছায়াগুলো গাছ ও জলের আকার ধরেছিল

ঠিক এখানেই দুটো ফিঁতে আমাকে বেঁধে রেখেছিল

তারা আমার পাপড়িগুলির থেকেও দীর্ঘ

মৃত‍্যুর মত ফ‍্যাকাশে

ফুলেদের অন্তর্নিহিত বন্ধন

সেই একইরকম হাতের যত্ন

এই ঋতু এই বিকেলের রক্তাভার পুনরাবৃত্তি হবে না

আমার সুগন্ধের আঁধার সুড়ঙ্গ

সে এক অনন্ত স্মৃতি হয়ে থেকে যায়

সুগন্ধের জটিল পথে

অসীমও বটে আবার প্রতিটি মুহূর্তের পুনরাবির্ভাব ছলনাময়ও

যদিও প্রতিদিন সেই মুহূর্তগুলিকে ফিরিয়ে আনতে চায়

বিভিন্ন পরিস্থিতিও এসে মিলে যায়

সেইসব মানুষ এবং তাদের বুলিও পুনরাবৃত্ত হয়

মস্তিষ্কের এমনই প্রবণতা

সেই ব্যক্তিটিও আর নেই  যার জন্য আমি

গোপনে নিজেকে ধার্য করেছিলাম।

 

পাইন গাছ

তুমি গাছের হৃদস্পন্দনের শব্দ শোনোনি,

তুমি গাছের ডালে শুয়ে ওপরের দিকে চেয়েছিলে

তুমি হৃদয়ের ধুকপুকুনির সঙ্গে পাতাদের নড়াচড়াও দেখোনি

তুমি তোমার শরীরের উপরে দুলতে থাকা পাতাদের কাঁপন অনুভব করোনি

 

তুমি পাইন গাছের হৃদস্পন্দন শোনোনি

যখন বাতাস এসে দোলা দেয় সেইসব পাতাদের

যেন তারা সবুজ সুগন্ধি কাঁটার মত ঝরে যায়

যখন মেঘ ভেসে যায়

তুমি দেখতে পাও না যে পৃথিবী ঘুরছে

সমগ্র পৃথিবী, এবং তুমি অনুভব করতে পারো না

আকাশ কাছে আসছে

 

আর তুমি অদৃশ্য হয়ে যাচ্ছ, তার সাথে

পাইন গাছের সাথে গেঁথে যাচ্ছ, সেই আকাশে

আরেকটি গাছ হয়ে উঠছো।

 

ডলফিন

ডলফিনরা কিন্তু সেভাবে ঢেউয়ের ভেতর খেলা করে না

মানুষ যেমন মনে করে

গভীর সমুদ‍্রের মেঝেতে নেমে ডলফিনরা ঘুমিয়ে পড়ে

তারা যে কী খোঁজে? তা জানি না

জলের প্রান্তসীমা স্পর্শ করেই তারা সহসা জেগে ওঠে

এবং আবার উঠে আসে কারণ সমুদ্র অত‍্যন্ত গভীর

এবং যখন তারা জেগে ওঠে তখন তারা কী খোঁজে?

জানি না

এবং তারা আকাশের দিকে চেয়ে দেখে আর তাদের আবার ঘুম পেয়ে যায়

তারা ঘুমের অতলে তলিয়ে যায়

আবার তারা সমুদ্রশয‍্যা স্পর্শ করে

আবার জেগে ওঠে আর উঠে আসে

ঠিক আমাদের স্বপ্নগুলোর মতই।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন