কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

সাজ্জাদ বিপ্লব

 

কবিতার কালিমাটি ১৫২


তিনটি কবিতা

 

(১)

দাঁড়িয়ে আছেন : একা--

একজন।

আমাদের স্বাধীনতা

শান্তি ও সার্বভৌমত্বের একমাত্র

প্রতীক।

 

আমরা

বসে আছি, হেরে আছি--

ঘুমে আছি

যে যার মতো।

 

তিনি, জাগ্রত ও শঙ্কিত

ক্ষত-বিক্ষত--

তবু, হননি নত।

 

(২)

কিছু-কিছু পৃষ্ঠা

সাদা থাকে

রাগে, ক্রোধে, ঘৃণায়।

সব

পাতাতে লিখতে নেই।

দেখতে নেই

ভুলে ভরা এই জীবনে--

মরণের আগে, কি আছে কিম্বা

কি নেই।

 

জীবন তো খাতাই!

অথবা মাথার সাদা পৃষ্ঠা বা--

পাতা।

আমি-তুমি-সে

আমরা ইচ্ছা মতো, আচ্ছা মতো

লিখতে পারি, আঁকতে পারি--

যা-তা।

 

এসো--

বাদ দাও তো এসব

মেলে ধরি, নতুন করে

বাঁচার রঙিন--

ছাতা।

 

(৩)

দাঁড়িয়ে থাকার কথা যেখানে

হয়তো সেখানেই দাঁড়িয়ে আছি।

যা যা করার কথা কিম্বা

যা যা ভাবার কথা--

হয়তো তাই-তাই ভাবছি আর করছি আর করছি আর ভাবছি আর ভাবছি আর লড়ছি আর লড়ছি আর মরছি আর মরছি আর বাঁচছি আর বাঁচছি আর

নাচছি--

আমার বা আমাদের যা-যা

যেভাবে করার কথা সেভাবেই করছি--

একটি মাত্র যায়গায় দাঁড়িয়ে।

আমাদের বিশ্বাস ও ভালোবাসা

এখনো যায়নি হারিয়ে।

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন