| কবিতার কালিমাটি ১৫২ |
অনুসন্ধান ২৫
চাটার্ড বিমান এয়ারপোর্টে থামলে
একে একে দ্রুত গতিতে নামছে
জার্মান শেফার্ড, বেলজিয়াম ম্যানিনোইস,
ব্লাড হাউন্ড, ডোবারম্যান পিনমার
জাতের গাইড
জাতটা হলো স্পেন, জাপান, যুক্তরাষ্ট্রের
আনুগত্যের এক বিস্ময়কর বুদ্ধিমত্তার
জাদু আছে তাদের
ওরা হাওয়া বাতাস শুকে শুকে
সংস্কারের দাঁড় টেনে দেবে
সেই সাথে
ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার,
বর্ডার কলি
এই জাতের দেশি কুকুরগুলো কেন এতো
কম ঘুমোয়! আর রাত জেগে বা কী করে
তা খুঁজবে!
ওস্তাদ খান রইস উদ্দীনের নিমন্ত্রণ
কড়াইয়ে সরিষার তেল সাথে পেয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা, অন্যসব মশলা মিশিয়ে ছোটমাছ চচ্চড়ি
স্বাদে গন্ধে যেন ওস্তাদ খান রইস
উদ্দীনের সেতারের ঝংকার
আহ! সে কি সুর! পাঠিয়ে দিলাম কুরিয়ার
সার্ভিসে! তোমার ঠিকানা ফুলতলা ঘাট
এখানে নদীর তরঙ্গ বাতাসের মৃদু
দোলা
পাখিদের নিরাপদ প্রেম আছে
মাটি, ছায়া, মেঘ, বাঁশের মাচা,
হুটহাট ঝরেপড়া বৃষ্টি সব আছে
ঘরে ফেরার কথা ভুলে গেলে
পায়রার পায়ে বেঁধে দেব চিঠি
ঘরে ফিরো ---
মাছের চচ্চড়ি আজ বেশ জমে উঠেছে
ওস্তাদ জাকির হোসেনের তবলার বোল
বেজে উঠবার আগে প্লেট ছেড়ো!
লড়াই
সারা দুপুর গেল রাত গেল
উনুন জ্বলছে নিমছে আবার
জ্বলছে!
সময়ের একেকটা প্রহরে তাপাদহ
খন্ডিত হয়ে
তৈরি হচ্ছে একেকটা শক্তি!
শক্তিগুলো আকাশে বাতাসে ভাসছে আর
ছড়াচ্ছে উত্তাপ
কথা ফুটছে! রাগ, জিদ ফুটছে, বৃষ্টির
মতো ফুটছে ভাত,
প্লেটের ক্ষুধা থেমে থেমে
মেঘের গর্জনের মতো ডেকে উঠছে
লিকলিকে বিভুক্ষ শরীর খুঁজে চলেছে
অব্যক্ত শব্দ
এই এখানে এখানে এখানে
বাড়িয়ে দেয়া হাত একসাথে
অনেকগুলো!
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন