| কবিতার কালিমাটি ১৫২ |
দুপুর শেষ
প্রত্যহ দুপুর আসে
কতিপয় ভয়ভীতি নিয়ে
অজানা ভিখিরি আসে
ফেলে যায় বিষবাষ্প শ্বাসের সহিত
ইহাতে বমন হলো
আয়ুষ্কাল লঘুতর খুব।
যাহারা বান্ধব ছিল
তারা রোজ জরাজীর্ণ পথে
রোদ হয়ে মিশে যায় পিপাসার সাথে
তারা আজ ঘুমে অচেতন
একাই হাঁটছি আর ভাবছি তোমাকে নিয়ে
আসমুদ্র কল্পনার কথা
কবেকার কোন পথে কথা হবে, দেখা হবে ভেবে
সময় খরচ হলো, জীর্ণ আজ শরীরের সাথে
দূর্বল নদীর পাশে বসে থাকি দিবারাত্রি
এবং ভাবি, আর কতদিন আর এই দেহে আছি।
আত্মা ফেরারী
যে কালে মৃত্যুরা আসে
তাহারা জন্মান্ধপ্রায়
তাহারা অপেক্ষা করে গাছগাছালিতে
পূর্বাপর পার হয়ে গেল
জন্ম ও নক্ষত্রের ছায়া
পূর্ণিমার কান্না রোজ শুনি।
কে আজ সতীর্থ হয়ে
হেঁটে যাবে তোমাদের সাথে
ময়াল সাপের মতো
কবর অবধি
কার ডাক রাতভরে শোনো
কারা আজ রাতে বনবাসি
ইহাদের দুঃখ দেখে আজ
পালিয়েছি কাপুরুষ
ঠিকানা বিহীন।
জলঘুম
মগজে ঘুমের মঞ্চে
সমুদ্রেরা আসে যায়
জলের কি অবোধ হিল্লোল
আমি রক্তাল্পতা দেখি জলের অতলে
বিবমিষা কোন এক নব্য জলজের
অথবা ডুবন্ত কেউ এতটুকু শ্বাসের আশায়
জরাজীর্ণ রজ্জু এক ধরেছে বৃথাই
তাহার ঘাম ও অশ্রু মুছে দেবে
এমন বৃষ্টি আমি এখন দেখি না।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন