কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

অরিন্দম গোস্বামী

 

কালিমাটির ঝুরোগল্প ১৪২


পুরুলিয়া

পলাশ ফুটেছে দেখতে এলাম। এই কুমারী নদীর পাড়ে। কিন্তু তার থেকেও বড় কথা কতদিন পর তোদের সঙ্গে দেখা হলো।

- জানিস শিলু, আমার খুব ইচ্ছে ছিল, পলাশ ফুল কুড়িয়ে নেব।

- আমি কিছু কুড়িয়ে নেব না। শুধু তোর ছবি তুলব রে মৌ!

- ভোররাতে খুব ঝড়বৃষ্টি হয়েছে, টের পেয়েছিলি?

- নাঃ, একেবারে ঘুম ভেঙে উঠে দেখি, সকাল।

- আমাদের ঘরের একটা জানলা খুলে গেছিল, দমকা হাওয়ায়। কয়েকটা গাছ-ও তো পড়ে গেছে, এই বিকেলে শুনলাম।

- কোনো কোনো রাতে এমন ঝড়বৃষ্টি আসে। খানিকটা ওলট-পালট করে দিয়ে যায়। তাই না?

- কবি হয়ে গেলি তো!

- সবকিছু কি ঠিক সময়েই মনে পড়ে? তবে পড়েও যদি সেটা শুনতে ভালো লাগে, ক্ষতি কী? মনে কর এখন যদি বুবাই আমাদের বাঁশি বাজিয়ে শোনায়!

- চল এবার বেরোই। ট্রেন আসার সময় এসে গেছে।

 

আজকে আমি তোদের সবার সামনে একটা কথা বলি, যেটা আমি কোনোদিন কোনোভাবেই বলিনি। মনে হচ্ছে, আজকেই সেইদিন।

- বলবি মৌ? আর একবার ভেবে দ্যাখ!

- নাঃ, বলবই আজকে।

- তুই যদি বলিস, তাহলে আমিও বলব। জয়গুরু!

- বুবাই শোন না! আমি কী বুঝতে পেরেছি, তোর কী মনে হয়?

- নামগুলো কি পাল্টে দিবি?

- পাল্টে দিলেও তোরা সবাই বুঝতে পারবি।

- তাহলে তো কথাই নেই। আর বলিস না, বুঝেই গেছি!

- আমারও একটা হাল্কা চান্স আছে বল। না বলে দিস না প্লিজ! ঐটা ধরে নিয়েই আমি ফিরব।

- তোর ভাবনাটা যদি সত্যি হয়, তাহলে দেখবি - কোথায় যেন একটা বাঁশি বেজে উঠেছে আর সামনের পলাশ গাছের তলাটা ফুলে ফুলে ভরে গেছে।

- তাই? হবে বলছিস? সকালে উঠেই দেখব তাহলে। যাবি আমার সঙ্গে?

 

- আরে, ওদের গাড়ি কোন রাস্তায় ঢুকছে? ফোন করে ফিরে আসতে বল তাড়াতাড়ি। ওদিকে তো রাস্তা বন্ধ। বুবাই একবার আমাদের কোচ পজিশন দেখে বল না!

- সামনের দিক থেকে ছয় নম্বরেই।

- তাই? তবে তো অনেকটা এগিয়ে যেতে হবে।

- এখানে একটা ছবি তোল। আমি যে গান গেয়েছিলেম, শুকনো পাতা ঝরার বেলায়, এই কথাটি মনে রেখো। গাড়ি ঢুকছে। আলো দেখা গেল।

- উল্টোদিক থেকে একটা মালগাড়ি আসছে। দ্যাখ শিলু বুবাই খুব দুঃখ পাচ্ছে এখন।

- ট্রেন ছেড়ে দেবে তো! এই বুবাই, এই আমি দ্যাখ জানলায়। একবার হাতটা ছুঁয়ে দে, শুধু! হ্যাঁ, দৌড়ে আয়। এই তো। আবার দেখা হবে রে! নিশ্চয়ই হবে!

- ট্রেন ছাড়ার বাঁশি বেজে উঠলো।

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন