কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

শাহনাজ নাসরীন

 

কালিমাটির ঝুরোগল্প ১৩৪


টক্সিক জিহ্বা

কী চায় সে? কেন জলের মতো ঘুরে ঘুরে আসে? শুধু আসেই না, তার টক্সিক জিহ্বায় আমাকে ভেঙেচূরে দিয়ে খুলির ভেতর ঠায় বসে থাকে সারাক্ষণ। ভুলে থাকতে এদিক সেদিক যাই - বাজারে, আড্ডায়, রেস্তোরাঁয়; সে দেখি লেপটে আছে তখনও, আর বিষ ছড়াচ্ছে। সাপের ছোবল কি এর চেয়ে তীব্র? ব্যথায় ছটফট করতে করতে পালিয়ে আসি নিজস্ব গুহায়।

সমস্ত ভালোলাগা, ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস হারিয়ে এই যাদুর শহরে এক চেরাগহীন নিঃস্ব ভিখারির মতো ঝিম মেরে বসে থাকি। দিন যায়, রাত আসে, আবার দিন। আমি একটু একটু করে প্রতিদিন মরি।

যে সবুজ বালিকা আজও শুশ্রূষা দিতে চেষ্টা করে, তার শিশিরের মতো টলটলে চোখে অজস্র প্রশ্ন নীরব অভিমানে চেয়ে থাকে। কখনও নানারকম দার্শনিক প্রস্তাব রাখে, কখনও বা সুরের জাল বোনে আমায় ভোলাতে। বারবার বলে ওঠে, সামনে এগোতে হবে তো! চলার নামই তো জীবন! আমি শুধু চুপ করে ‍শুনি।  কখনও বলি, আমার কোন এগোনো নেই, ছুটে চলা নেই। আমার কোন শোক নেই, সুখ নেই। শিহরিত হবার ক্ষমতা আমি হারিয়েছি। আমি আসলে অনেকটুকু মারা গেছি।

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন