![]() |
কবিতার কালিমাটি ১৪৪ |
নবগ্রহ
(১)
জমাট ঘৃণা
অবজ্ঞায় গোছানো
একটি সুন্দর ড্রয়িংরুম
মনের অলিন্দে অলিখিত
অপলক
আলো
ফুল ও ফলে পূর্ণ
(২)
সারারাত জয়ার বুকে
বনমালীর রাস্তার হোঁচট
কেউ কি চোখবুজে বাতাস আঁকছেন
তুলির সঙ্গম খুললে
নিরুপমা আমার চারদেয়াল
(৩)
খোলামেলা জানলার কাচ
কিছু কি বাতাস
না-জানা জলই আবাস
মাছের এই অভিলাষ
জন্ম দিচ্ছে ঘাস
আর খাবিখাওয়া সময় তবুও
(৪)
হারিয়ে যাওয়া
সুতোয়
বাতাস সখ্য। শুনছে সব ঘুড়ির সম্ভ্রম
সিজদা কবুল হবে কি আজ
(৫)
কে জানে কার উদ্দেশ্যে
দু-হাতের ফরিয়াদ
নতজানু স্বপ্নগুলোর বিচ্ছিন্ন অবভাস
একঘেয়ে নোনাধরা
নতুনতর তাৎপর্যের খোলস
(৬)
আগুনের খোসা তুলে
খাবি খাওয়া তাঁবুর
কিছু বাউল
ফতুর একতারায়
(৭)
নীল মোমের শিখা
অহরহ খুঁজছে
নিজের অগোচরেই ছায়ার যৌনাঙ্গ
যোনির অবগাহন
আকর্ষণেরই কেন্দ্রবিন্দু
ব্লেডের ওপর পা চালিয়ে এগিয়ে যাচ্ছে
(৮)
আবছা অন্ধকারকে
পাত্তা না দিয়ে
অন্য দিকে বেঁকে যাচ্ছে নদী
আস্তিনের সাপ
আকাশ থেকে চুরি করছে মেঘের পায়রা
ভরা যৌবনে ডুবছে সব সন্তাপ
(৯)
আটটি প্রদীপ
অবশিষ্ট নিজের আগ্রহে
বিন্দুমাত্র বাড়িয়ে দেওয়া জিভে
খেলছে গাণিতিক রং
দ্বন্দ্বের নেশায় চোখের লোহা
গড়ে তোলে বিষণ্ণ লাভা
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন