কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দ্বিতীয় সংখ্যা / ১২৯

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দ্বিতীয় সংখ্যা / ১২৯

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

চন্দন চন্দ

 

নাটক নিয়ে talk…




বাদল সরকারের বহু চর্চিত নাটক "ত্রিংশ শতাব্দী"। যুদ্ধবিরোধী এই নাটকে বর্ণিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর নিদারুণ পরিণতি আর মানুষ... তার জীবন, তার সমাজের ওপর যুদ্ধের ভয়াবহ প্রভাব।

সভ্যতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায়- দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই যুদ্ধে জাপানের হিরোশিমা-নাগাসাকিতে আণবিক বোমা বিস্ফোরণের যে ভাষাতীত করুণ পরিণতি ঘটেছিল, তার হৃদয়বিদারক কিছু ছবি তুলে ধরেছেন মহান নাট্যকার। এমনকি বিজ্ঞানকেও কাঠগড়ায় দাঁড় করিয়ে তার দিকেও আঙুল তুলেছেন।

অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধবিরোধী নাটক "ত্রিংশ শতাব্দী"-র সফল মঞ্চায়ন করলেন "টালিগঞ্জ থিয়েটার উইংস"। নির্দেশক প্রদীপ চক্রবর্তী নিজেই এক প্রতিষ্ঠান। দর্শকদের প্রত্যাশা ছিলই, প্রযোজনাটিও হয়েছে প্রত্যাশা মতোই! এই নাটকের মূল স্তম্ভ হ'ল টীমওয়ার্ক! যা ছিল একেবারে নিখুঁত। ব্যক্তিগতভাবে কোন অভিনেতার বাহবা কুড়োনোর কোন অবকাশ নেই। তবে, এ কথা বলা যায় যে কাউকে কোন চরিত্রে বিন্দুমাত্র বেমানান লাগেনি। সঙ্ঘবদ্ধভাবে টালিগঞ্জ থিয়েটার উইংস একটি সুসংহত নাটক দেখালেন। সবচাইতে বড় কথা... এঁদের উপস্থাপনা দেখে বিশ্বাস করতে ইচ্ছে হ'ল শুধুমাত্র লাইমলাইটে আসার জন্য বা নিছক বিনোদনের জন্য এই অল্পবয়সী ছেলে মেয়ের দল নাটক করতে আসেনি। তারা আরও কিছু গুরুদায়িত্ব পালন করতে চায়! যেমন এই নাটকে... সভ্যতা ধ্বংসকারী যুদ্ধ-অত্যাচার-অনাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে মানবিক কর্তব্য সম্বন্ধে সচেতন হওয়ার লক্ষ্যে তাঁরা দিকনির্দেশ করেছেন। সাধুবাদ জানাতেই হয়! নির্দেশক প্রদীপ চক্রবর্তী আগাগোড়া থার্ড থিয়েটারের আবহে নাটকটির নির্মাণ করতে চেয়েছেন। আঙ্গিকের এই মিশ্রণ খুবই মসৃণ মনে হয়েছে... কোনরকম জার্ক ছাড়া।

সব মিলিয়ে মনে রাখার মতো একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ টালিগঞ্জ থিয়েটার উইংসের।

দক্ষিণ কলকাতার তপন থিয়েটারে এই নাটকের আয়োজক সংস্থা "অন্য কিছু" বর্ষিয়ান নাট্যনির্দেশক-অভিনেতা শ্রী প্রদীপ চক্রবর্তীকে সম্মানিত করলেন "অনন্য আলোকশিল্পী জয় সেন সম্মানে"। তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই।


2 কমেন্টস্:

  1. দারুন ব্যাপার চন্দন দা!

    উত্তরমুছুন
  2. ভীষণ সুন্দর প্রতিবেদন ,সমস্ত নাট্য কলাকুশলীদের ও শ্রদ্ধেয় পরিচালক কে জানাই আন্তরিক অভিনন্দন l

    উত্তরমুছুন