![]() |
কবিতার কালিমাটি ১৪৪ |
শিরোনাম
নেই/ তারিখ ভরসা
(১)
গভীর বলতে রাত পুকুর খাদ
এবং জ্ঞান
গাঢ় বলতে রং ঘুম অন্ধকার
এবং গরিমা
কারও গভীরে শুয়ে থাকে
লম্বা করিডরের ছবি
কারও গাঢ়য় মিশে থাকে বহু
বৃত্তের কয়েকটা
হাঁটতে-হাঁটতে কতদূর যাওয়া
যায় করিডর জানে না
বৃত্তে জ্ঞান ও ঘুম সহবাসে
যখন গরিমা এসে খাদের পাশে
গভীর বলতে রাত গাঢ় বলতে
ঘুম, একটা জীবনের অনেকটা
(৩০-১২-২৪)
(২)
কেউ এসে ঘাসে দিয়েছে পা,
ভীষণরকম নড়ে ছবি
কেউ কেঁদে গেল বাহান্ন
পৃষ্ঠাতক, চোখে জল ছাড়া
বৎস একটা বৎসর শেষ এবং
অন্য একটার শুরুর
মাঝখানে কেঁপে উঠল ভীষণভাবে,
মন ও বৎসর
শরীরের সঙ্গে মনের যে
দ্বিপাক্ষিক চুক্তি এতাবধিকাল
উই লেগেছে, বহুদিন রিনিউ
হয়নি যে কোনো কারণে
শরীর থেকে ছাতা আর মন
থেকে তাঁবু সরে গেলে এমনটা হতে পারে
(৩১-১২-২৪)
(৩)
উদাস হলেই মরণ তোমার উদাস
হলে মিঠি
শীতকাতুরে আগুন পেলে
বস্ত্র খুলে মস্তি
উলঙ্গ তার মরণ পেলে লাগে
উদাস-উদাস
উদাস আবার সঙ্গহারা
সবার মধ্যে থেকে
আমাকে তুমি একটা নতুন
বছর দাও, উদাস না-হওয়া
(৩১-১২-২৪)
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন