কালিমাটি অনলাইন / ১২৮ / ত্রয়োদশ
বর্ষ : প্রথম সংখ্যা
‘কালিমাটি অনলাইন’ ব্লগজিনের প্রথম
বর্ষ প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল ২০১৩ সালের মার্চ মাসে। আজ প্রকাশিত হলো ত্রয়োদশ
বর্ষ প্রথম সংখ্যা। বিগত বারো বছরে প্রকাশিত হয়েছে ১২৭টি সংখ্যা। যদিও প্রতিশ্রুতি
অনুযায়ী প্রতি বছরে নিয়মিতভাবে বারোটি সংখ্যা প্রকাশের কথা ছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে
বিভিন্ন অসুবিধা ও সমস্যার কারণে তা সম্ভব
হয়ে ওঠেনি। দীর্ঘ বারো বছর ধরে কোনো পত্রিকার উপাদান ও তার মান ধরে রাখাও একটা চ্যালেঞ্জের
ব্যাপার। বিশেষত মূল যে বিভাগগুলি নিয়ে পত্রিকার যাত্রা শুরু হয়েছিল, এখনও পর্যন্ত
মোটামুটিভাবে তা বজায় রাখতে পেরেছি। দু’একটি বিভাগ অবশ্য অনিবার্য কারণেই সংযোজিত অথবা
বিয়োজিত হয়েছে। আমরা চেষ্টা করেছি, প্রত্যেকটি বিভাগে যেন তুলনামূলক বিচারে শ্রেষ্ঠ
লেখাগুলি প্রকাশ করতে পারি। এবং সেক্ষেত্রে একদিকে যেমন স্বনামধন্য ও প্রতিষ্ঠিত লেখকদের
লেখা সংগ্রহ করতে সক্ষম হয়েছি, অন্যদিকে তেমনি তরুণ ও তরুণতর লেখকদের লেখাও সমান্তরালভাবে
প্রকাশ করেছি। প্রসঙ্গত আবার একই বিনীত অনুরোধ জানাই ‘কালিমাটি অনলাইন’ ব্লগজিনের আগ্রহী
পাঠক-পাঠিকাদের কাছে, আপনাদের মধ্যে যাঁরা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক চর্চা করে থাকেন,
তাঁরা তাঁদের লেখা পাঠান ‘কালিমাটি অনলাইন’এর নির্দিষ্ট বিভাগগুলির জন্য। আমরা সাদরে
সেইসব লেখা গ্রহণ করব এবং মনোনীত লেখা প্রকাশ করব।
২০১৩ সালের মার্চ মাসে ‘কালিমাটি অনলাইন’ ব্লগজিনের সূচনা করে লিখেছিলাম – “২০১১ সালের ১লা জানুয়ারী প্রকাশিত হয়েছিল কবিতার ব্লগজিন ‘কবিতার কালিমাটি’র প্রথম সংখ্যা। আর গল্পের ব্লগজিন ‘কালিমাটির ঝুরোগল্প’র প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল ২০১২ সালের ৩রা মার্চ। এখনও পর্যন্ত ‘কবিতার কালিমাটির ২৩টি সংখ্যা এবং ‘কালিমাটির ঝুরোগল্প’র ৮টি সংখ্যা প্রকাশিত হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত, এই দুটি ব্লগজিনই পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাভাষী পাঠক-পাঠিকাদের কাছে সমাদৃত হয়েছে। তাঁদের সহযোগিতা এবং ভালোবাসায় সমৃদ্ধ হয়েছে।
‘কালিমাটি অনলাইন’ একটি নতুন ব্লগজিন, যেখানে ‘কবিতার কালিমাটি’ এবং ‘কালিমাটির ঝুরোগল্প’ -- এই দুই ব্লগজিনকে সমান্তরালভাবে রাখা হলো। সেইসঙ্গে অদূর ভবিষ্যতে আরও কিছু সংযোজনের পরিকল্পনাও থাকলো। আমরা নিশ্চিত, প্রিয় পাঠক-পাঠিকাদের কাছে আমাদের এই নতুন প্রয়াস সাদরে গৃহীত হবে।
‘কালিমাটি অনলাইন’ ব্লগজিনের প্রিয় পাঠক-পাঠিকাদের জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা :
kajalsen1952@gmail.com / kalimationline100@gmail.com
দূরভাষ যোগাযোগ : 9835544675
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন