![]() |
কবিতার কালিমাটি ১৪৩ |
নির্মাণাধীন কবিতা
একটি কবিতা অনেকদিন যাবৎ
নির্মাণ নির্মাণাধীন আছে
আমার কাছে
ভাবছি একটু-একটু করে
সারাজীবন ধরে
তাকে আমি বিনির্মাণ করবো
বানাবো আবার ভাঙবো
ভাঙবো আবার গড়বো
কখনো রঙিন
কখনো বা সাদা-কালো
যা-যা ভালো
অথবা মন্দ সব, সবকিছু
নিয়ে হবে তৈরী
বৈরী বাতাসে উড়াবে পতাকা
চলবে বিরুদ্ধে
পথ ও মতের
মতামতের হতাহতের
রাখবে না কোন ধার ও ধারা
সারা জগৎ হবে
এ কবিতায় পাগলপারা
ঠিক আমাদের নিজস্ব এই পৃথিবীর মতো
সুন্দর ও কুৎসিত রূপে
গঠিত হবে তার গতর
সমগ্র বিশ্বের কবিভ্রাতা-ভগ্নিগণ
আমার এ কবিতা পাঠে
আপনাদের স্বাগতম।
নিরপেক্ষতা
নিরপেক্ষতার পাছায়
আসুন লাথি মারি সজোরে
ভোরে বেরিয়ে যাওয়ার আগেই
তাকে পাঠাই কথিত বন্দুকযুদ্ধে
উর্ধে ওঠার আগেই
ঘুরে আসতে পারে একবার প্রেসক্লাব
পিলখানা সংসদ ভবন বা গণভবন
গণভোট বা ভোট চোরদের ধরতে
প্রতিনিয়ত তৎপর আমাদের গণবাহিনী
রঙিন তাহাদের কাহিনী
মুখে-মুখে
আর আমাদের বীর সেনানী
নিরাপদ দূরত্বে
তারা নেই দেশ ও জনগণের
সুখে-দুঃখে
আসুন, আবারো সুশীল সেজে
গায়ে
সঙদের রঙ মেখে
আমরা শুয়ে পরি
যার-যার
নিরাপদ বিছানায়
চেতনাবিন্দু
পার হয়ে সমস্ত চেতনাবিন্দু, ধ্যানের নগর
পৌঁছাই তোমার কাছে
আছে কোনো পথ বা মুক্তি?
যুক্তি উক্তি ও চুক্তি প্রচুর
করে ভীড়
তীর ছাড়া এ জীবনে, যুদ্ধে
শুদ্ধে উর্ধে ক্রুদ্ধে কাটে কাল কালান্তর
অন্তর দেহ ও দহলিজ
নিজ জমিন, পোড়া ভিটেমাটি
দু:খি মা'টি, মায়ের মন
অভাগা সেই জন
মায়ের পায়ের নীচে লুকানো ধন
পায় না খুঁজে
খোঁজে বিশ্বজুড়ে
উড়ে দূরে ঘুরে-ঘুরে সুরে-সুরে
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন