![]() |
কবিতার কালিমাটি ১৪৩ |
পলাশলেন
তোমায় ফাগুন পেয়েছে
খোঁপায় সিঁথিতে আমার পলাশ
যে আশ্চর্য টিপ তোমায় ঘিরে
অগুনতি
শিমূল হয়ে ডালিমের মত লাল
কিভাবে সন্ধের কিচিরে
চলো উল্লাস চলো
তুমি দাঁড়াবে
আমি পাখি হাওয়া কাঠবেড়ালি ডাল ধরে
তোমার ওপর ঝর্ণাপলাশ
সেতুর মাঝে টালমাটাল টোটো
আমাকে মাথায় ধরে রেখেছ
চোখে শাসন ঝুট্মুট্ কা রাগ
শিবের রাত হয়নি শুধু ওমুখের মুক্তোদানারা
প্রতি খামে খুশিবুটিকের ঠিকানা
পোস্ট অফিসে খুলব
ব্যাগভর্তি পাপড়ির আগুন স্ট্যাম্প
তোমায় হাসি ফেরত দিচ্ছে
ভাবো, কাল রাতে
তোমার স্বপ্ন যখন আমায় পলাশ ডাকল
কুসুম
তুমি কি ঢেউয়ের কুসুম
বুকের মাঝে বিকেল ধরো
আমার যখন সবহারানো মেঘলা ছিল
দুপুর
তক
ক্যাকটাস আর অজগরের পলকগুলো
তুমি এসে বিকেল দিলে
কেন?
কয়েকখানা নরম লুচি কুমড়ো ছোলা
আমার তখন ঢেউসাফারি
তোমার চোখে দামাস্কাস
ঠোঁটে গালিব রুবাইয়াৎ
ভালবাসার ভিখিরি নেবে?
জড়িয়ে ধরে রাত ভোলাবে?
তুমি কি ঢেউয়ের কুসুম
বুকের মাঝে আমায় ধরো
আমি এক ঘ্রানঅভাগা
মৃগনাভির স্বপ্ন সাজাই
একা একা একলা ঘরে চারদেয়ালে
তোমার খোলা হাওয়া
আমি ডুবতে চাই
এ গুমোট ঘর
থমকালো হাওয়া
জানলাহীন চৈত্রফোঁড়া গাঁথনি
হৃদ নেই নাভি নেই
শুধু অসময় যখন শরীরে ছয় গুন আট
আবাকাস থেমে থেমে বিশাখ এসো
আগাম ঝড় ঝাপ্টা
উড়িয়ে তাড়িয়ে ঝরিয়ে দাও স্মৃতি
টুকরো করে কাটো
একঘর হুহুভাসা জল
ভাকরা ভাঙা নিরবতা
তুমি খোলা চুলে এসো
আজ ডুবতে চাই
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন