কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

তানজিন তামান্না

 

কবিতার কালিমাটি ১৪৩


সোনালু ফুলের দিনে

 

বেজে যাচ্ছে ব্লুজ— সোনালু ফুলের দিনে 

এমন সুরেরা পরস্পরের জড়িয়ে গায়

হাওয়ার বেগে ঘুরিতেছে মৃত হেমন্তের পাশে!

 

ক্রমে ধীর হয়ে আসে রাত ব্লুজের সুরে

অধরা আকাশের নিচে ভেসে যাচ্ছো তোমরা

মৃত কোনো মানুষের মতো, হেমন্ত আজ কেবল মনোরম গল্প— পাশে বসে শোনাচ্ছে কেউ!

ব্লুজে আচ্ছাদিত ডুবে যাচ্ছি আমরা— সোনালু ফুলের হলুদে!

 

বদ্ধভূমি

 

বারবার জীবনের কাছে ফিরতে চেয়ে

মৃত্যুর স্মরণে কুঁকড়ে যাচ্ছি

গোলা বারুদের গন্ধ মাখা রাস্তা চলে গেছে

বহুদূর কোন এক অজানা মৃত্যুর দিকে!

 

ফুঁপিয়ে ফুঁপিয়ে দুলে ওঠে মৃত মানুষের দেশ!

হে জীবিত প্রেম—

মৃত মানুষের হাহাকার বুকে আলিঙ্গন

 

জিহ্বা

 

স্পর্শ কাতরে তোমার নাম

লকলক করে ওঠে জিহ্বার ডগায়

 

নামরসে ভেসে যায় প্লাবিত মুখগহ্বর

জিহ্বাকে সাথে নিয়ে তুমি চুম্বন রে  করে তোলো দীর্ঘ

যেন পতনের প্রতিধ্বনি গড়িয়ে যায় শীতল নালী বেয়ে

তোমার কামড় ভেঙে উচ্ছ্বসিত জিহ্বা

ঢুকে পড়ে ক্ষুধার্ত বসন্ত দিনে!

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন