কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

শ্যামল শীল

 

কবিতার কালিমাটি ১৪৩


কবিতার কথা

 

শব্দের ভেতরে শব্দ, সবই কথার কথা

কবিতায় রহস্যের নিবিড় ইশারা

কিছু বৃষ্টি, কিছু রোদ ভেঙে পড়ছে ভাষারা

 

বলার মতন আছে অনেক কিছুই

ঘন মেঘে ছেয়ে আছে হৃদয়ের কথা

মাটি ছাড়া গাছের যাওয়া নেই অন্যথা

 

সময় সুযোগ নেই, মুখগুলি হারিয়ে গিয়েছে

একরাশ অন্ধকার নেমে আসে অসময়ে

সন্ধ্যার তারাগুলো একে একে ফোটে ধীর লয়ে

 

কেউ ঘুমিয়ে নেই

 

পলাতক ঘুমের ভেতরে পাখি ডাকে

ভোরের শিশিরে হাত ধুয়ে

জেগে থাকি নির্নিমেষ, অব্যক্ত অনক্ষ

ব্যতিক্রমের হাত ধরে যত দূরেই যাই

কেন্দ্রবিন্দুর কাছে, বৃত্তের পরিধিগত সীমানায়

কিংবা শেষমেশ আত্মানুসন্ধানে ব্যস্ত আছি

প্রচ্ছন্ন অবয়ব, এক টুকরো সন্ধ্যা নামে

একাকী পাখির উড়ে যাওয়া

 

গন্তব্য

 

গন্তব্য স্থির, রাস্তা খুঁজে-পেতে হবে

যাওয়াটা যেমন, ফিরে আসাটা সহজ নয়

টোল ট্যাক্স যেতে, ফিরে আসতেও

পা রাখার জায়গা সংকীর্ণ হচ্ছে ক্রমশ

বাইরে রোদ হলেও, বেরোতেই হবে

রাস্তায় ভিড় হলেও, ঠিক সময়ে পৌঁছতে হবে

সেই মতো বেরিয়ে পড়েছি গন্তব্যের অভিমুখে

অনেকেই পথ খুঁজে পায়নি এখনও  

প্রয়োজন কালে মনে হয়, পথও আত্মগোপন করে থাকে

 

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন