![]() |
কবিতার কালিমাটি ১৪৭ |
আছি বসে ব্যবধানে
তাই বসে আছি
ধুলো-মাখা গন্ধ নিয়ে ব্যবধানে
বসে আছি ম্রিয়মাণ অপমান।
বসে আছি অপেক্ষায়
বৃষ্টি এসে সমূহ ভাসাবে
একদিন না একদিন ধারাস্রোত ক্ষত
মুছে
নিবিড় পুলক হয়ে সামনে দাঁড়াবে!
আমি দেখি মেঘের উড়াল ডানা
অজানা সংকেত নিয়ে
অনাহত ঈশানে দাঁড়িয়ে,
ওই বৃষ্টি এলো বোলে --
অপেক্ষায় আছি বসে,
তুমি এসে নিয়ে যাবে
আক্ষেপের সীমানা ছাড়িয়ে।
উৎসব
আজ প্রতিটি যাপন ঘিরে উৎসব
তবে সামিল হওয়ার কথা যার
শুধু দেখা নেই তার
সেই শুধু বাঁকি, শুধু ফাঁকি তার।
এখন নত হতে হতে আনত যৌবন;
সংবাদ-শিরোনামে অপার জৌলুস-কৌতুক
তাই সম্পূর্ণ কথাটার অসম্পূর্ণতা
ফুটে উঠছে প্রতিদিন প্রতিপল।
ভুলের সরণি জুড়ে
উড়ে যাচ্ছে সকল শপথ
তাই বুঝি এত জয়ঢাক, এত উচ্ছ্বাস!
চতুর্দিকে উৎসব উৎসব কলরব!
এতো
বোঝো তবু
ছলকে উঠছে জল জলের কিনারে
ছলের নিবিড় কথা যেন সে জানে।
আকাশে তুরীয় মেঘ মেঘে মেঘে বেলা
সবুর করে না কেউ অবুঝ এত্তেলা।
পান থেকে চুন ভুলের শিয়রে মাথাকোটা
ঝরা ফুলে সন্দেহ * ফোটা বা না-ফোটা।
যেখানে যাওয়ার যাও উড়াল বেদনা
ভুলেও ভেবো না ভায়া
ভুল বুঝি কোনদিন কেশাগ্র
ছোঁবে না!
এতো বোঝো তুমি আর
এইটুকু বুঝতে পারো না!
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন