কালিমাটি
অনলাইন / ৬৩
ইংরেজি নতুন বছরের শুরুতে সবাইকে জানাই শুভেচ্ছা ও শ্রদ্ধা। অনেক ঘটনা
প্রবাহের মধ্য দিয়ে গড়িয়ে গেছে বিগত বছর। তার মধ্যে যেমন কিছু সুখস্মৃতি আছে,
তেমনই আছে বেশ কিছু বেদনাদায়ক স্মৃতিও। একে একে কত প্রিয়জন যে চিরদিনের জন্য
হারিয়ে গেলেন! আসলে প্রত্যেকটি মানুষের জীবনের জার্নি বা যাত্রা তো এমনই হয়ে থাকে।
জীবন-বাস্তবতাকে কখনই অস্বীকার করা যায় না। অস্বীকার করলে তা জীবন-বিমুখতা হয়ে
দাঁড়ায়।
‘কালিমাটি অনলাইন’ ব্লগজিনের প্রিয় পাঠক-পাঠিকাদের কাছে নতুন বছরে আমাদের নিবেদন সদ্য প্রকাশিত দুটি সম্পাদিত বই ‘কবিতা
ডট কম’ ও ‘অবৈধগল্প’ এবং ‘কালিমাটি’ পত্রিকার ১০৫তম সংখ্যা; বিষয় – সৃষ্টি।
‘কবিতা ডট কম’ কবিতা সংকলনে মূলত ‘কালিমাটি অনলাইন’ ব্লগজিনে প্রকাশিত
অসংখ্য কবির অগণিত কবিতার মধ্যে থেকে আপাতত বেছে নেওয়া হয়েছে বিরাশিজন কবির কবিতা। অধুনা প্রয়াত কয়েকজন কবির কবিতা অবশ্য
‘কালিমাটি’ পত্রিকা থেকে সংগ্রহ করা হয়েছে। এবং ‘কালিমাটি’ পত্রিকার চারিত্রিক
বৈশিষ্ট্য বজায় রেখে এই সংকলনেও কয়েকজন বিশিষ্ট প্রবীণ কবির পাশাপাশি মূলত তরুণ ও
তরুণতর প্রজন্মের কবিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ করা হয়তো বাহুল্য হবে, এই বিরাশিজন কবির কবিতার নিবিড় পাঠে সমসময়ের
বাংলা কবিতার ধারাটিকে মোটামুটি ভাবে
স্পর্শ করতে পারবেন প্রিয় পাঠক-পাঠিকারা।
এই সংকলনটি অবশ্য শুধুমাত্র ভারতে
বসবাসকারী কবিদের বাংলা কবিতার সংকলন। এই বিরাশিজন কবি ছাড়াও আরও অনেক কবি ‘কালিমাটি’ ও ‘কালিমাটি অনলাইন’ পত্রিকায় কবিতা লিখেছেন। এবং শুধু ভারতে বসবাসকারী কবিরাই নন, বরং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী, বিশেষত বাংলাদেশের কবিরা ‘কালিমাটি’কে তাঁদের কবিতায় সমৃদ্ধ করেছেন। আগামী কবিতা সংকলনে আমরা সেইসব কবিদের
কবিতা প্রকাশ করার পরিকল্পনা করেছি। ‘কবিতা ডট কম’ প্রকাশিত হয়েছে কলকাতার ‘বৈভাষিক প্রকাশনী’
থেকে।
‘অবৈধগল্প’ মোট কুড়িজন লেখকের কুড়িটি গল্পের সংকলন। যুগের
সঙ্গে সাযুজ্য রেখে মানবসভ্যতা যেমন যেমন অগ্রসর হয়, তেমনি তার সঙ্গে সম্পর্ক
অব্যাহত রেখে বিবর্তিত হয় সমাজব্যবস্থা। এবং সেই ধারাবাহিকতায় ক্রম বিকশিত হয়
সংস্কৃতি। একথা উল্লেখ করা নিতান্তই বাহুল্য যে, সমকালীন প্রচলিত সমাজব্যবস্থা
সুস্থ ও স্বাভাবিক ভাবে পরিচালনার জন্যই অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু নিয়ম-কানুন
ও বিধি-নিষেধ আরোপ করা হয়। এবং সমাজে বসবাসকারী মানুষদের মঙ্গলের জন্যই তা করা হয়। আর এই প্রাসঙ্গিকতায় অনিবার্য হয়ে পড়ে যে কোনো নিয়ম, প্রথা, চিন্তাভাবনা,
আচার আচরণ ও ক্রিয়ার বৈধতা ও অবৈধতা বিচার বিশ্লেষণ। কিন্তু
খুবই দুঃখের ব্যাপার, এই কার্যকারণ সম্পর্কটি কিছু কিছু ক্ষেত্রে কার্যকরী হয় না
বা হতে দেওয়া হয় না। আর এই না হওয়ার কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে বেশ কয়েকটি
সমস্যার কথা, যেমন অধিকাংশ মানুষের বহুদিন ধরে লালিত অন্ধবিশ্বাস ও কুসংস্কার,
অশিক্ষা, জীবন ও জগত সম্পর্কে কোনো ধারণা না থাকা, প্রাতিষ্ঠানিক ধর্মবিশ্বাস ও
ধর্মান্ধতা, বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গির অভাব, যুক্তিচর্চার অভাব, জীবনের অনিশ্চয়তা
সম্পর্কিত ভীতি এবং সেইসঙ্গে অতি অবশ্যই শাসকশ্রেণী ও সমাজপতিদের সুবিধাবাদ এবং
কায়েমিস্বার্থ। আর এরই ফলশ্রুতিতে বহমান সময়ের সঙ্গে সঙ্গে সমাজ, মানুষ, সভ্যতার
বিভিন্ন উপকরণ, প্রযুক্তি ক্রম পরিবর্তিত ও বিকশিত হলেও অধিকাংশ বিধি-নিষেধ
অপরিবর্তিতই থেকে যায়। যে নিয়ম, প্রথা, চিন্তাভাবনা, আচার আচরণ
ও ক্রিয়া সমাজব্যবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গে অচল হয়ে গেছে, অচলায়তনে পর্যবসিত
হয়েছে, তা টিকিয়ে রাখার জন্য চলে নিরন্তর প্রয়াস। সামাজিকতা, ধর্ম, রাজনীতি,
অর্থনীতি, বিচারব্যবস্থাকে তারই অনুকূলে যথাযথ সাজিয়ে রাখা হয়। আর তাই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং মানুষের দৈনন্দিন জীবনে সৃষ্টি হয় জটিলতা,
শুরু হয় বৈধ ও অবৈধর টানাপড়েন। বিড়ম্বিত
হয় স্বাভাবিক জীবনযাত্রা। কিন্তু প্রত্যেক
ক্রিয়ারই যেমন প্রতিক্রিয়া থাকে, তেমনি তথাকথিত অবৈধতার বিপ্রতীপেও চলে অন্যায্য,
অপ্রয়োজনীয়, অবাঞ্ছিত বিধি-নিষেধের বিরুদ্ধে মানুষের সচেতন প্রয়াস ও লড়াই।
সম্প্রতি মহামান্য ভারতীয় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সিদ্ধান্তে সুদীর্ঘকাল ধরে
প্রচলিত কিছু অপ্রয়োজনীয় ও অযৌক্তিক বিধি-নিষেধকে বাতিল করা হয়েছে। আর ঠিক এই
ভাবনার পরিপ্রেক্ষিতেই আমাদের ‘অবৈধগল্প’ সংকলন প্রকাশের পরিকল্পনা ও উদ্যোগ। মোট
কুড়িজন গল্পকারের কুড়িটি গল্প সংকলিত হয়েছে। কলকাতার বিশিষ্ট প্রকাশনী সংস্থা
‘ধানসিড়ি’ এই ‘অবৈধগল্প’ সংকলনটির প্রকাশক।
‘কালিমাটি’র ১০৫তম বিশেষ এই সংখ্যাটির
বিষয় ‘সৃষ্টি’। সৃষ্টির
লীলা,
মাহাত্ম্য এবং কুহেলিকা সম্পর্কিত আলাপ ও আলোচনা। স্বভাবতই, ‘সৃষ্টি’ কী – এমন প্রশ্নের মুখোমুখি
হওয়া স্বভাবিক। বিজ্ঞানীদের
ভাষায়,
একটি অণু-মুহূর্তের শতকোটি ভগ্নাংশ সময়ে মহাবিস্ফোরণে
এই ব্রক্ষ্মান্ডের জন্ম হয়েছিল। সময়ের
মাপনিতে তা আজ থেকে মোটামুটি ১৩৭০ কোটি বছর আগের ঘটনা। আর সেই সময় থেকে সৃষ্টিসুখের উল্লাস
চলছে। বিবর্তনের পথ
ধরে বস্তু, শক্তি, শূন্য, কণা, অপ্রাণ-প্রাণ হয়ে দীর্ঘ পথের
শেষে ‘মানুষ’। মানুষের
সভ্যতা,
চেতনা, আবেগ – সব কিছু জড়িয়ে
আছে নানা সৃষ্টির পথ-সংগমে।
সৃষ্টির গৌরবেই এসেছে ভাষা, ছন্দ, সুর, কাব্য এবং চেতনা ও অধিচেতনার
সংযোগে বিচিত্র স্বপ্ন। আমাদের
বোধের স্তর লীলায়িত হয়ে সৃষ্টি করে চলেছে ভাবমন্ডলের বিচিত্র ভুবন। সৃষ্টিকর্তা বলেই মানুষ ঈশ্বর। প্রাণীজগত থেকে আলাদা। সৃষ্টিশক্তির অনির্বাণ শিখায় মানুষ চেতনাকে
নতুন মায়াজালে আলোকিত রেখেছে। রবীন্দ্রনাথ
প্রয়াণের আগে তাঁর শেষ কবিতায় উচ্চারণ করেছিলেন – “তোমার সৃষ্টির
পথ রেখেছ আকীর্ণ করি / বিচিত্র ছলনাজালে / হে ছলনাময়ী”। সেই ‘ছলনাময়ী’র স্বরূপ সন্ধানের জন্য আধুনিক সৃষ্টিকারদের
কাছে আমরা এই সংখ্যায় তাঁদের স্ব স্ব ক্ষেত্রের গহন অনুভবটুকু প্রকাশের আহ্বান জানিয়েছি। ‘কালিমাটি’র ১০৫তম সংখ্যা (সৃষ্টি সংখ্যা) প্রকাশিত হয়েছে ‘বৈভাষিক প্রকাশনী’ থেকে।
আশাকরি, ‘কালিমাটি অনলাইন’
ব্লগজিনের উদ্যোগে সদ্য প্রকাশিত দুটি সংকলন ‘কবিতা
ডট কম’ ও ‘অবৈধগল্প’ এবং ‘কালিমাটি’ পত্রিকা আপনারা
সংগ্রহ করতে আগ্রহী হবেন।
আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা :
kajalsen1952@gmail.com
/ kalimationline100@gmail.com
দূরভাষ যোগাযোগ :
08789040217 / 09835544675
অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ :
Kajal Sen, Flat 301, Phase 2, Parvati Condominium, 50 Pramathanagar Main Road, Pramathanagar, Jamshedpur 831002, Jharkhand, India