যৌবনকাল
এমনি ভাবে মেয়েটি বেড়ে উঠছে
তার শরীর ধর্ম ক্রমশ পাল্টে যাচ্ছে
একদিন সে পূর্ণ নারীর বেশে যখন তোমার সামনে এসে দাঁড়াল
তুমি তাকে চিনতে পারনি।
তোমার জবুথবু চেহারার মাঝে যেটুকু সজাগতা ছিল
তাকে বারবার নাড়িয়ে জেগে ওঠার একটা ভান খুঁজে পাও তুমি
জলাতঙ্কের মত কুঁকড়ে থাকো তুমি
যখন তোমায় কুকুর কামড়ে দিয়ে ছিল সে তো ছিল তোমার যৌবনকাল।
দেহ
তার দেহ মেজে ঘষে নিচ্ছে বারবার
তাকে নিতে তোমার ডেমি জন্ম নিচ্ছে
শুয়রের মাংস চিবোতে চিবোতে আমারা কেমন লমলম বেড়ে উঠছি দেখো--
আর তার ঠিক পাশটিতে এক নধর গাভী সবুজ ঘাস খেয়ে বেড়াচ্ছে।
বিলাপ
বিলাপের উৎস থেকে তাকে খুঁজে পাবে
চৈতন্যে যা কিছু রয়েছে তা নিয়ে একটা মানুষ জন্মায়
দেখাশোনার মাঝখান থেকে গড়ে উঠছে স্বাভাবিক ও অস্বাভাবিকতা
তার বাইরে তোমার এক চিলতে চরিত্রহীন রেখা।
নতুবা সে মানুষ হবে কি করে?
বৈষম্যতার মাঝে বিচ্যুতি ঘটছে, তাকে তুমি লুকিয়ে
রাখছো
গড়িয়ে যাবার অবস্থায় তুমি তাকে হারিয়ে ফেলছো,
তুমি বললে, কত জন্ম ছড়িয়ে ছিঁটিয়ে বাসনায় লিপ্ত
হচ্ছ--
বাসনাহীন কোন পৃথিবী জন্ম হতে পারে না।
জন্মজন্মান্তর ছুটে যাচ্ছে, একটা বন্ধন তোমার
প্রকৃতিকে ধরে রাখতে চাইছে।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন