কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৩২

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৩২

শনিবার, ১২ জুলাই, ২০২৫

শাহনাজ নাসরীন

 

কালিমাটির ঝুরোগল্প ১৩৭


আমার বিদগ্ধ প্রেমিক - ৩

আমার বিদগ্ধ প্রেমিক এতোটাই বিদগ্ধ যে মুগ্ধতা, শ্রদ্ধা এইসব আবেগ বা শব্দকে গেঁয়ো জ্ঞান করিয়া থাকেন।

এদিকে আমার মুগ্ধ হইবার বিপুল ক্ষমতা। ফলতঃ তাহাকে প্রায়শই প্রবল রাগে কাঁপিতে দেখা যায়। তাছাড়া গুণীজনদের প্রতি শ্রদ্ধায় নুইয়ে থাকার স্বভাবও আছে আমার। এমনকি সজ্জন শুধুমাত্র বয়সে প্রবীণ হইলেও আমি শ্রদ্ধাবোধ করিয়া থাকি। তাহাতে তিনি রাগিয়া চিবাইয়া চিবাইয়া বলেন, ‘আচ্ছা শুধু শ্রদ্ধা, ভক্তি এসব? আর কিছু নয়? আর কিছু করো না’?

আমি তাহার সন্দেহপ্রবণতায় চমকাইয়া বলি, ‘না না’!

কিন্তু তিনি তা কিছুতেই বিশ্বাস করেন না। আরও কিছু কঠিন কথা কহিয়া আমাকে একেবারে গর্হিত অপরাধী সাব্যস্ত করিয়া কঠিন মুখে চলিয়া যান।

আবার যখন তাহার মন ভালো হয় তখন আসিয়া বেশ হাসিয়া হাসিয়া ভালো ভালো কথা বলিয়া আমাকে মুগ্ধতায় ভরাইয়া তোলেন। এরপর আবেগ গদগদ কোন এক আপ্লুত প্রহরে সরল গল্পে মাতিয়া উঠি। লক্ষ করি না আমিই তাহার হাতে তুলিয়া দিতেছি সংশয়ের সমগ্র মেদিনী। তাহার তখন মন ভালো সুতরাং খুব হাসিতে থাকে, হাসিয়া হাসিয়া আরও প্রশ্ন করিয়া গল্পটি শুনিয়া লয় আর খারাপ কথাগুলি জমাইয়া রাখে মোক্ষম সময়ের জন্য।

এরপর যখনই হিংসায় নীল হয় তখনই জমাইয়া রাখা সেইসব ভয়ংকর কথা হিসহিস করিয়া বাহির হইয়া আমাকে ছোবলে ছোবলে জর্জরিত করিতে থাকে।

 

 

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন