![]() |
কবিতার কালিমাটি ১৪৭ |
বোনা সূর্যাস্ত
জীবনের গল্প।
শোনা হয়নি।
কেউ গান গাইলে
জলে শ্লেট পাততে
ইচ্ছে করে।
পরমেশ্বরী। রান্নাঘরে
অলৌকিক ভাতের সাদা বুনছে।
সূর্যাস্তের কোনো ঈশ্বর নেই।
বৈতরণী পার করার
মাঝি নেই। হলুদ
সবুজ ঘাসে শুয়ে, নির্মম
রাইফেল গান গাইছে।
কারোর মৃত্যুর গল্পই
আজ পর্যন্ত শোনা হয়নি।
দুঃখ সূর্যাস্ত্র
কো্লাপসিবেলের পিছনে।
কোনদিন গাইতে পারিনি।
আলো বা অন্ধকারের গান।
কুড়ি বছরের এই বাঁশি।
বাজালেও। সূর্যাস্ত।
ছবি আঁকতে পারেনি আজও।
অন্ধকার বৃষ্টিতে।
সাদা ঘোড়া।
সূর্যাস্তের দুঃখ।
আবহাওয়া অফিস
কোনদিনই বুঝলো না।
মুখোশের দুঃখ। তাও
বাঁশি কোনদিনই বুঝলো না।
স্তব্ধ সূর্যাস্ত
বেজে চলা স্তোত্র।
রাস্তা হারিয়ে।
আয়নায় মুখ দেখে।
সূর্যাস্তে মঙ্গলকাব্য খুঁজতে
থাকে। চলাফেরা নিজের
স্তব্ধতায় চলাফেরা করছে।
একটি হত্যা।
সকাল থেকে জলপান
করে টিভিতে।
আলো খুলতে খুলতে।
সামান্য অন্ধকার।
বিচ্ছিন্ন মাশরুমে রাখলো।
আল জিভ সূর্যাস্ত নিয়ে।
খেলতে খেলতে শূন্য
হয়। হত্যা হয়।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন