কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৩২

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৩২

শনিবার, ১২ জুলাই, ২০২৫

সন্তর্পণ ভৌমিক

 

কবিতার কালিমাটি ১৪৭


অস্থির হয়ে আছি / থাকি

তুমি কি অস্থির হয়ে আছো? দিনরাত-

আকাশে বাতাসে, ধূলিরন্ধ্রে, জীবাণু লালায়?

 

তুমি মরুজলে স্নান করে এসো

মরূদ্যানে বিম্ব দেখো রোজ

ফিকে রোদে মুখ দেখো

পা ধোও চোরাবালিতে

 

শূন্যতে উড়ে আসে মকরধ্যানী

তার রূপে বীর্যপাত ফকির পাখির

দু কণা ধূলি পোড়ে প্রবল বজ্রে

আহত অন্ত্র ধোও চোরাশিশিরে।

 

অতিরিক্ত অতিথি

কারা অস্তিত্বের সাথে মিশে থাকে

অনুভূত জীবাণু যেমন

যারা ঘামগন্ধি, আঘাটে আকাশ দেখে

অন্ধকার যখন ঘনায়

অথবা পড়ন্ত আয়ুর বিকেলে

কারা যেন ভিক্ষা করে রহস্য বটিকা

 

জীবনেরা মুগ্ধ হয়ে থাকে

লোভকৃত সম্পদের প্রতি

তোমার প্রলুব্ধ দৃষ্টি আমার উপর

শ্বাপদেরা হাঁটে অতিমিহি।

 

বৃত্তে যদি বসবাস হয়

যে স্থলে আমরা আছি

তা আজ কঠোর বৃত্তে

তোমাদের অতিদীর্ঘ অভিশাপ ছুঁয়ে

অনেকটা বিরক্ত শ্মশানচারী

 

এখানে জলের সাথে

জলপদ্ম উপদল একদিন ছিল

তার সাথে পাখিসহ কলরব অনন্ত অসীম

দুপুরে তোমার স্নান চণ্ডীদাস দেখে

বিকেলে বড়শি নিয়ে

আসে রোজ কয়েকজন যুবা তস্কর

 

জল ও জলজ সব হৃৎভয়ে কালো হয়ে যায়

ভ্রমরের চোখ ভেবে ছিপ ফেলি যেই

অবোধ প্রেতাত্মা এক উঠে এল হারপুন হাতে।

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন