![]() |
কবিতার কালিমাটি ১৪২ |
কোথাও না কোথাও
(১)
জানালা রোদ্দুর বেশ দূরে
পানকৌড়ি মাখে
আর ঘরে একটি টেবিল
এক কাপ চা
বিস্কুট আর চুমুক অপেক্ষায়
এইসব মাখামাখি
দূরত্ব
অপেক্ষা
নিয়ে একটা আস্ত আমি
(২)
খোলা খবরের কাগজ
নারীর মৃতদেহ সাদা কালো
ঘুরন্ত ফ্যান
পরের পাতায়
উৎসবের ছবি
রঙিন
নৃত্য
ভারতনাট্যম
(৩)
অন্ধকার ঘর
গোটানো কম্বল
তবুও শীত
দেয়ালে দেয়ালে
সূর্য ছবি
অসম্ভব বৈপরীত্য
নিয়ে হাসন্ত
অনুপস্থিত আমি
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন