কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১২৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১২৭

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

সাজ্জাদ বিপ্লব

কবিতার কালিমাটি ১৪২



এই তো কবিতা আমার

 

এই যে ছোট ছোট সুখ-দু:খ

ভালোলাগা ভালোবাসা

এই তো কবিতা

এমন-ই কবিতা আমার।

 

জগত জুড়ে

ঘুরে ফিরে

সামনে ও পেছনে তাকায়

আঁকায় সময় অসময় দু:সময় সুসময়

সুখময় সুধাময় করে

 

নিজে ও কবিরে।

 

কবি কি জানে এর সবটুকু?

তুমি-ই বা জানো আমার কতটুকু? কতটা?

খোঁজ রাখো আমার বিশ্বের? বিশ্বাসের?

আমাদের সম্পর্ক-ই বা কতটা স্বচ্ছল, জটিল

কুটিল এই ভাঙনের কালে?

 

চিন্তা, চেতনা ও কবিতার মতো।

 

ছাতা

 

হাতে ছাতা তবু ভিজে যাচ্ছি।

নিজে যাচ্ছি ভিজে যাচ্ছি মন্তব্যে

ভিজতে ভিজতে একদিন ঠিক

পৌঁছুবো নিজের গন্তব্যে।

 

হাতে ছাতা তবু ভিজে যাচ্ছি।

কি যে পাচ্ছি কি যে চাচ্ছি কে জানে?

কি মানে এ পথ চলার কথা বলার?

কেউ না জানলেও সে জানে।

 

নিজে খাচ্ছি খুব নাচছি নাচাচ্ছিও

নিজে বাঁচছি খুব কাঁদছি কাঁদাচ্ছিও

 

হাতে ছাতা নেই মাথা তবু ভিজছি।

ভিজে ভিজে নিজে নিজে তবু শিখছি।

 

প্রচ্ছদ

 

আমার প্রচ্ছদ কি আমার কথা বলে?

এই যে আমি--

থামি

ঘামি

নামি এবং উঠি

 

ছুটি পথ থেকে পথে

প্রান্তরে প্রান্তরে

অন্তরে অন্তরে

পেরিয়ে পৃথিবী, শব্দ থেকে বেরিয়ে

ছবি থেকে ছড়িয়ে

একা একা দাঁড়িয়ে

তার সবটুকু আঁকা থাকে প্রচ্ছদে, মুখপটে?

 

অকপটে সব স্বীকারোক্তি কিম্বা স্বীকৃতি সুকৃতি

কুকীর্তি কর্মকাণ্ড

প্রচণ্ড প্রকাণ্ড আকারে ওকারে ওঙ্কারে হুঙ্কারে

কিছুই থাকে না ধরা।

আমি আমারি মতো

চির অধরা অমরা--

এ বসুন্ধরায়।

 

  



1 কমেন্টস্:

  1. শব্দ-ছন্দ-চিত্রকল্পে অন্যরকম বোধের নবতর বিন্যাস। অভিনন্দন, কবি।

    উত্তরমুছুন