![]() |
কবিতার কালিমাটি ১৪২ |
দিন, প্রতিদিন
আমি রাতবিরেতের কষ্ট হয়ে পাথর দেখতে আসি
সকল রকম দুঃখ আজ পত্রে পড়া জল
ভোরের আকাশে জমাট শিশির ধাতুর কাঠিন্যে
প্রায়পড়ন্ত আয়ুব কাছে মৃত্যুরূপী ছল
আমি জলটুকু আজ চুঁইয়ে নিয়েছি, মজ্জা হলো ক্ষীণ
মৃতের আলোর শেষে দেখি খণ্ড প্রতিদিন।
স্পর্শকাম
তোমাদের স্পর্শ থেকে জেগেছি সন্ধ্যায়,
দেখি, সময়েরা চলে গেছে দ্রুত
পরিচিত মুখগুলো প্রকৃতির সাথে
বিকৃতির তীক্ষ্ম অভিনয়ে
ভুলে আছে নিজস্ব শিকড়,
অথবা যে ডানা বিস্তৃত হয়েছে আজ
রিক্ত কোনো নগর আশায়
বৃষ্টিরা নেমেছে আজ
আলো ভরা দুঃখে আর বৃক্ষের শিশুর সব
করুণ পাতায়।
অস্পৃশ্য
যারা বৃত্ত থেকে বের হয়ে আসে
যারা কেন্দ্র থেকে হেঁটে যায়
বর্গা বরাবর
যারা সারারাত হেঁটে যায়
সমুদ্রের তরঙ্গের সাথে
খুব বেশি বায়বীয় হয়ে
নোনা বাষ্প হবার আশায়
তারা দূরে দূরে থাক
তারা গ্রাহ্যতর নয়
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন