কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / একাদশ সংখ্যা / ১৩৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / একাদশ সংখ্যা / ১৩৮

রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

পলাশ দে

 

কবিতার কালিমাটি ১৫৩


বিয়োগ

 

ভবিতব্য

যে কোনো মরশুমে তুমি

স্বীকার ও শিকার পারো

 

ভুলে, গেছিলাম

 

হরকরা

'আদর লাগবে আদওওওর'

 

হাঁকের পিছনে ছুটছে

একজন দু'জন সাঁতার

 

তুমি সে ডাকাডাকির মা

সেই ডাকের পিতা আমি

 

রিফিউজি বলে সবাই

 

চড়ুইভাতি

ও পাশের পালক থেকে

পাখিটা, রান্না হয়ে যাচ্ছে

 

কোথায় যায়... একা একা

পরদেশি চমকে ওঠে

গন্ধ ও ঘাম একাকার

আদিগন্ত জড়ানো মাটি

মশলা মাখানো দুনিয়া

খায় গোগ্রাসে... খেয়েই যাচ্ছে

 

এপাশে, দৃশ্য তৈরী হয়


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন