![]() |
| কবিতার কালিমাটি ১৫৩ |
ভুরুর ব্যারাকে
ভুরুর ব্যারাকে এতো যে অনালোকিত মুখ...
বিন্যস্ত চুলের ইচ্ছেছায়ার কবলে
ঢাকা পড়ে যায় নোনা দিঘি
তোমাকে ক্রমশ করে তোলে
আলোছায়াময় এক আমলকি বন
অলৌকিক এক দেবদারু বীথি
সেখানে কি কোথাও মাতলা নদী আছে
আছে কি ডিঙি নৌকোয় হারিয়ে যাওয়ার ইশারা
আজও আমার এক কল্পগল্প মনে হয়
রোদ্দুর
ক্যানভাসে তুমি যে রঙ দিয়েছো
সেই রঙ চুঁইয়ে চুঁইয়ে
ঢেকে ফেলছে ভিতরের অশান্ত দ্বীপ
মোহনার অস্থিরতা
পাখির সামান্য ঠোঁটে বয়ে আনা খড়কুটো
কিংবা বালিয়াড়িময় শীতের প্রান্তর...
এই সবকিছু মুছে দিয়ে
আমি শুধু আঁকতে চাই রোদ্দুর
অথবা জল আর গাছের পরমায়ু
যে দেশের ঠিকানা জানা নেই
জীবন আদতে এক অস্থায়ী ঠিকানা
এক বিচ্ছিন্ন দ্বীপও বলা যায়
যেখানে সবাই আসে পর্যটনে
শীত বসন্তের দোলাচলে
নদীরঙ মাখে
শরৎ হেমন্তের অরণ্যে
নানা রঙের ঘুড়ি ওড়ায়
এইভাবে কিছুদিন ছুটি উপভোগ করে
তীব্র অনিচ্ছা সত্ত্বেও আচমকা
ফিরে যায় অজানা অচেনা কোনো দেশে
যে দেশের ঠিকানা জানা নেই কারো

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন