![]() |
| কবিতার কালিমাটি ১৫৩ |
নুনের পুতুল সাগরে
মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে
একাকী ভ্রমণকারী মানবের
মনে প্রশ্ন এল
কে আমি, কোথা থেকে উদ্ভব
আমার…
মরমীর কল্পনায় এল মহাসিংহাসনে
অধিষ্ঠিত এক বিশ্বপিতা,
মুখরিত হয়ে উঠল তাঁর বন্দনা
মন্ত্রে গানে আত্মসমর্পণে…
বিজ্ঞানীর কল্পনায় এল
বিগ ব্যাং –
অনাদি শক্তির বাস্তব পরিবর্তন
-
ইলেকট্রন প্রোটন নিউট্রন
পজিট্রন –
তাদের একাত্মে বস্তুরূপ,
বস্তুর বিলয়ে পুনর্মূষিকঃ --
জাতস্য হি ধ্রুবো মৃত্যুঃ,
ধ্রুবং জন্ম মৃতস্য চ…
দুজনেই সমুদ্র-উদ্ভূত
নুনের পুতুল –
সমুদ্র মাপতে গিয়ে সমুদ্রেই
একাকার…
আত্মবিস্মৃতি
জীবনের এক পর্বান্তরে এসে চৈতন্য মহাপ্রভু
গঙ্গায় বিসর্জন দিয়েছিলেন
তাঁর পুঁথি -- তাঁর অহংকার--
তারপর আপামরে বিতরণ করেছিলেন
হরিনামের সুধা,
গৌড়জন যা নিরবধি আকন্ঠ
পান করে চলেছে…
নায়মাত্মা প্রবচনেন
লভ্যঃ, ন মেধয়া ন বহুনা শ্রুতেন,
উপনিষদের এই মহাবাক্য
আর একবার প্রমাণিত হল –
সত্যকে জানতে আর জানাতে
প্রয়োজন নেই মেধা আর স্মৃতিশাস্ত্রের,
প্রয়োজন শুধু এক আত্মিক
বলের…
নতুন কিছু নয়
নানক কবির রবিদাস থেকে
শুরু করে হালের রামকৃষ্ণ
সকলেই এই পথের পথিক আর
পথপ্রদর্শক…
সংশয়ে জড়িয়ে আমরা আজ আত্মবিস্মৃত…
মা শুচঃ
কিছু পাচ্ছ না বলে আক্ষেপ কেন
কিছু হচ্ছে না বলে আক্ষেপ
কেন?
পেয়েছ তো অনেক কিছু,
হয়েছে তো অনেক কিছু,
সেগুলোর কথা ভুলে যাচ্ছ
কেন?
হিংসা দ্বেষ মান-অভিমানের
এক জটিল আবর্তে
বন্দি আমরা সবাই;
তবু তো মাথার উপরে এখনও
রয়েছে নীল আকাশ,
এখনও তো দেখতে পাচ্ছ
প্রতিদিন প্রাতে অরুণকিরণ
রাগে অপরূপ রবি…
প্রত্যাশা কোরো না কোন
কিছুর –
ছলনা অনায়াসে সইতে পারলেই
পাবে
শান্তির অক্ষয় অধিকার…

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন