![]() |
| কবিতার কালিমাটি ১৫৩ |
অতলকে ভালবেসে
সংসার সীমান্তে নয় উথলানো জীবনেই রাখি
যা কিছু চোখের জল জীবনের যত কিছু ফাঁকি
চোখ নয়, খিদে নয় সব ঋণ যে টুকু অধরা
আমি তার দৈন্য মাপি আমি দিই মনে মনে ধরা
বাইরে অক্ষত দেহ বাইরে ইচ্ছেহীন ছবি
সে আমার কতখানি আমি তার কিছু সত্য জানি
ভেতরের ঘরে যদি ভুলে রাখি কুলুঙ্গিতে দূরে
সে আমার ইচ্ছে রূপ আমি তার ছায়ার অতলে
এভাবে চিত্রে বাঁচি এভাবেই ডুবজলে একা
সন্তরণ ভুলে গেছি অতলকে শুধু ভালোবাসা
অলীক পথিক - ১
অলীক পর্যটনে নিমগ্ন আলো ফেরার পথ ভুলে গেছে। এখন রঙের তারতম্যে দিন রাত।
সকালের অপরদিকে রাত্রির মগ্ন আয়োজন। অন্তরের গোপন
গুহা ছেড়ে সমস্ত ব্যথারা একে একে এসে দাঁড়িয়েছে ।ওদের চাহিদা মতো চোখ মুছে দাঁড়িয়েছি
ঋজু । দৃষ্টিতে মেঘ নেই । ব্যথাদের নিজস্ব খোপে জ্বেলে রেখেছি আলো। ফিরব কি ফিরবনা
না জেনেই বিদায় দিয়েছে পথ।
অলীক পর্যটনে একা এক অনন্ত পথিক
অলীক পথিক - ২
অনন্ত পর্যটনে বেরিয়েছে সময়
ক্রিসক্রস রাস্তার পাশে ক্যারাভান মেয়ে
তাঁবু আঁকে উড়ন্ত গ্রাফিতি
রঙের অলিগলিতে ঘুরতে ঘুরতে
ক্লান্ত আকাশ
দিগন্তে থিতু হলে
সূর্য্যাস্তের বাতিস্তম্ভ সন্ধে নামায়।
বাক্স থেকে উধাও হওয়া রঙ
জীবনের বাঁকে বাঁকে পথ খোঁজে
একলা দাঁড়িয়ে
থাকা দরোজার
কাছে শেষ হয় পথ
পর্যটন শেষ করে ঘরে ফেরে অলীক পথিক।

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন