![]() |
| কবিতার কালিমাটি ১৫৩ |
সাদা মেয়ে
ধবধবে সাদা দুটো পা ফ্রক গলিয়ে
বেরিয়ে আসতে চাইছে
যেন সাইবেরিয়ান বরফজল আমার চোখ ছুঁয়ে চার্চের দিকে
গড়িয়ে গড়িয়ে এগিয়ে চলেছে...
তখন আমি অম্বিকা মাহাতোর পিছু পিছু
নিস্তব্ধতার আড়ালে দেখবার চোখ
যেন
চার্চের ঘন্টার কাছে আত্মসমর্পণ
ভঙ্গিতে দাঁড়িয়ে...
সুপ্রভাত বলার ইচ্ছা ক্রুশবিদ্ধ যীশুর
প্রতিকৃতির মতো ঝুলছে
অম্বিকা মাহাতো এক শুভ্র কুচি!
সমান্তরাল পথ
যখন রাত্রি শেষে দিনের হলো শুরু
সূর্য একটা একটা করে ছড়িয়ে দিলো পাপড়ি
আর আমরা মেখে নিলাম মৌ মৌ মুগ্ধতা
এ বেলায়
এই তো এসেছি ফিরে গান থেকে স্বপ্নলোকে
কবিতার উষ্ণ জলে সাঁতরে হব পার
ঐ যে দূরে যৌবনের উত্তাল ঢেউয়ের দিগন্ত
গ্রীষ্ম বর্ষা মৌসুমের সমস্ত আসা যাওয়ার
স্বরূপে!
লৌকিকতার হাহাকার ঠেলে বালুকণার তরঙ্গ উড়িয়ে
পৌঁছে যাবো বিশ্বাসের মুখোমুখি
ওখানে সূর্যের উজ্জ্বলতা আছে কোমল স্পর্শ আছে
হৃদয়ের চৈতন্যে সমান্তরাল দুটো পথ
অগনিত পিঁপড়ের সাথে হেঁটে চলে
দ্বীপ জ্বালাবে বলে...!
লাল টিপ
সেই থেকে নিরন্তর কথা বলি আর
ভোরে কি সন্ধ্যায় জন্মান্তরের পথের দিকে
তাকিয়ে থাকি
ঝরে পড়া জোৎস্নায় দেখি ধবল-শুভ্র আভরণ
লাল টিপ
আলতামাখা চরণ ছন্দবিহীন পদ্যের মতো
আমার সাথে লুকোচুরি খেলে
ভোরের আলোয় ঝরে পড়া স্রোতে
হাজারো নক্ষত্র যেভাবে নিঃশেষিত হতে হতে
এক লালবিন্দুর মাঝে নির্বাণ লাভ করে
দেখি আমার সত্ত্বা তার শুভ্র জমিনে পূর্নজন্ম লাভ
করেছে
উদীয়মান সূর্য থেকে রঙ চুরি করে আমার তর্জনীতে
নিতে না নিতেই
চতুর্দিকে নেমে আসে নিরবতা
নৈ:শব্দের মাঝে তখন বোবা শব্দ দেখি
লাল টিপ তার জাগ্রত অহঙ্কার নিয়ে
জেগে ওঠা সূর্যের স্পর্শ পেতে
ধীরে ধীরে আঙুলের পথ বেয়ে
উঠে আসছে--

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন