কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / একাদশ সংখ্যা / ১৩৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / একাদশ সংখ্যা / ১৩৮

রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং-এর কবিতা

 

প্রতিবেশী সাহিত্য

এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং-এর কবিতা  

(অনুবাদ : সুপর্ণা বসু)

 


কবি পরিচিতিঃ (Elizabeth Barrett Browning) এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ছিলেন ভিক্টোরিয়ান যুগের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ কবি। তিনি ১৮০৬ সালে County Durham এ জন্মগ্রহণ করেন। তবে জীবনের শেষ পর্ব কেটেছে ইতালির ফ্লোরেন্সে। শারীরিকভাবে দীর্ঘদিন অসুস্থ হলেও তাঁর কাব্যিক কণ্ঠ ছিল প্রবলভাবে জীবন্ত। তাঁর কবিতার দিগন্ত ছিল বিস্তৃত। তাঁর কবিতা একই সঙ্গে ইংল‍্যান্ড ও আমেরিকায় বহুলপঠিত হতো। তিনি দাসপ্রথা উচ্ছেদের জন‍্যে কলম ধরেন। নারী ও শিশুর অধিকারের প্রশ্নেও তিনি সরব ছিলেন। তাঁর বিখ‍্যাত রচনাগুলি_Sonnets from the Portuguese, এটি তাঁর সবচেয়ে জনপ্রিয় কাব্যগ্রন্থ। Aurora Leigh একটি দীর্ঘ আখ্যানমূলক কবিতা। নারীর শিল্পীসত্তা, সমাজ ও আত্মপরিচয়ের টানাপোড়েন নিয়ে লেখা। ভিক্টোরিয়ান যুগে এটি ছিল অত্যন্ত সাহসী ও অগ্রগামী রচনা। এলিজাবেথ তাঁর সমসময়ের কবি রবার্ট ব্রাউনিংকে বিবাহ করেন। ১৮৬১ সালে মাত্র পঞ্চান্নবছর বয়সে তাঁর মৃত‍্যু হয়।

 

The Pet-Name (সেই ডাকনাম)

(১)

আমার একটি নাম আছে

ছোট্ট একটা নাম

যদিও তা কর্ণকূহরের জন‍্যে

একেবারেই মূর্ছনাহীন

নেই কোনো বংশগৌরবের

সম্মানজনক দাবী

প্রার্থনা অথবা স্তোত্রের মত

পবিত্র নয় সে নাম

তার ধারে পাশে নেই

কোনো মহান উৎসের অস্তিত্ব।

 

(২)

কখনো কোনো খাতার পাতায়

উপ্ত হয়নি সে নাম

নেই কোনো সমকামী প্রেমেও

'সাকারিসা'র মত সুমিষ্ট সম্বোধনে নেই

নেই 'ওরিন্ডা' নামের কোনো নিবেদিত গানে

আদপে কোনো ভব‍্যিযুক্ত উৎস নেই তার।

 

(৩)

যদি আমি একটি বই লিখি

তার কোনো পাতায় লেখা

থাকবে না আমার নাম

মৃত‍্যুর পরে আমার সমাধি ফলকেও

পড়বে না কারো দৃষ্টি ও পদচিহ্ন।

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন