কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / একাদশ সংখ্যা / ১৩৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / একাদশ সংখ্যা / ১৩৮

রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

সাজ্জাদ বিপ্লব

 

কবিতার কালিমাটি ১৫৩


গণতান্ত্রিক কবিতা

(১)

গণতন্ত্র এখন আটকে আছে গুলশানে

যেন ভুল টানে ঝুলে আছি তুমি আর আমি

আর কী নির্লজ্জের মতোই না বত্রিশপাটি দাঁত বের করে হাসছে বত্রিশ নম্বর।

 

তুমি বলো আমার এখন কী করা উচিত

চুম্বন না চপেটাঘাত?

 

ভাবতে ভাবতে হরতাল ও অবরোধ সফল

করতে আমি চললাম মহাখালী পেরিয়ে

মহাকালের দিকে।

 

(২)

আমার হাতে কোনো মারণাস্ত্র নেই

কণ্ঠে নেই জোরালো আওয়াজ

কিম্বা মাথায় প্যাঁচানো বুদ্ধি

যা আছে সতীর্থদের ঝোলায়

 

তীর্থ যাত্রাকালে একবার মাত্র তা

দেখেছিলেম প্রথম আলোয়

 

যদিও ভালোয় ভালোয় কেটেছে

আমাদের সে যাত্রা

মাত্রা ছাড়ায়নি কোনো, কক্ষণো

আমরা হইনি মাতাল সাকুরায়

কিম্বা কোন গার্বেজের মদের আড্ডায়

বদের আড্ডায় আমরা ছিলাম না, থাকিনি

ডাকিনী আমাদের বান্ধবী নয়

বন্ধু নয় আমাদের কোনো বুদ্ধিবেশ্যা

অমাবশ্যায় আমাদের ভীতি নেই

নীতি নেই কোনো নীতি হীনতায়

ভিন্নতায় আমরা বিশ্বাসী

নি:শ্বাসী ভালোর ভালোয়

পথ চলি অদৃশ্য আলোয়।

 

(৩)

চলছে কাঁপা কাঁপা গলায়

মিথ্যাচারের পাণ্ডুলিপি পাঠের আয়োজন

 

ভোট চোরের কণ্ঠে

আজ গণতন্ত্র হত্যা দিবস

 

আসুন আশার গুড়ে বালির ট্রাক ঢেলে

আমাদের আয়োজন সফল করি

 

আমাদের সঙ্গে আছেন দক্ষ গোপালীশ

পাশে দলদাস মিডিয়া আর কুড়ি লক্ষ টাকায়

কেনা গুণী কবি ও সব্যসাচী

 

সব্যসাচী না হোক

নব্যদাসী চর্ব্যচোষ্য লোহ-পোষ্য একদল

কপিকুল

 

ভুল হতে পারে আমাদের সম্প্রচারে কিন্তু

কম প্রচারে আমরা নই বিশ্বাসী

 

হিংসাশী ও মাংসাশী প্রাণী আমাদের বলবেন না

আমাদের দাঁতে এখনো লেগে আছে

চৌধুরী আলম, ডাক্তার জালাল ও ইলিয়াস আলীর মাংসের কণা

 

ক্ষমা করবেন খিলাল করতে ভুলে গেছি

আমাদের হাতে কোনো রক্তের দাগ নেই

 

বিশ্বজিৎ নামের কাউকে আমাদের

সোনার ছেলেরা হত্যা করেনি

বিশ্বজিৎ থাক বা না থাক

আমরা বিশ্ব জিতে গেছি

করেছি তালপট্টি ছাড়াই বালের সমুদ্র জয়

 

ভয় শুধু জনগণ

আমরা থোড়াই কেয়ার করি এসব আবাল জন এবং গণ’কে

আমরা কি করিনি আয়োজন

সানি লিওন?

 

আমাদের জাতির নিওন বাতি

এখন

আমাদের হাতে জ্বলছে

 

আসুন এবার গলা খুলে ধানমণ্ডির

রবীন্দ্র সরোবরে

রবীন্দ্রসঙ্গীত গাই...

 

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন