কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ১৫ জুলাই, ২০২৩

তপজা মিত্র

 

কবিতার কালিমাটি ১৩০


রং

 

রং মেখে উড়ে গেল প্রজাপতি

উড়লি তুই, বসন্ত, গান,

শামুকধোয়া আসমানী সকাল।

 

আমার বন্ধ চোখে হলুদ রং

 

লাল, গোলাপী, মেরুন, সবুজ

রঙেরা উড়ছে ঘুড়ির মতো

 

গেরুয়া চাদরে নীল রং বাউল।

 

একতারা

 

কার হাতে বাজবি তুই!

কে সুরে বেঁধে রাখবে!

তানে প্রাণে মিশবে হৃদয়!

 

যদি সে ছুঁয়ে দেয় একতারা!

 

ছুঁয়েছিল। আঙুলে-তারে স্পর্শ

লেগে গান উঠেছিল জেগে,

 

নিদ্রাহীন, ক্লান্তিহীন বাজছে একতারা

 

পাখি

 

তুই ছুঁলেই পাখি হয়ে যাই

উড়ে যাই বনসীমা পেরিয়ে

একলা আকাশে আমিই সেরা

 

তোর কাছে আমি 'জীবন্ত'

 

বেঁচে থাকি প্রাণে, নিঃশ্বাসে,

অবলীলায় পার হই সাগর,

 

তারপর নোনাজলে ডানা ভিজিয়ে চুপসে।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন