কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ১৫ জুলাই, ২০২৩

দেবাশিস মল্লিক

 

কবিতার কালিমাটি ১৩০


তিনটি কবিতা 

 

(১)  

 

তোমার স্তনের দানে বারেবার

ফিরে যাই শৈশবদিনে

শরীরে শরীর মেশালে

চন্দনগন্ধ, ভরেছে সংসার

ব্লাউজের হুক খুলে

নতুন ধারাপাত শিক্ষা

শাসিতের অবাধ্যতা

দেখে দেখে পাগল হয়েছি

 

(২)

 

বাসনা ব্যাধেরই নাম

সে-ও শরাহত হলে

চকিতে দুলে ওঠে স্থিতি!

 

(৩)

 

বহুদিন পর নির্জন সৈকতে আজ

খুব দাপাদাপি হল সারাটা দুপুর

কেটেছে বেদন আখ্যান আমাদের

ভিজে চুল তো এলো-ই রইল আর

দাঁতে চিপে ক্লিপ্, ছায়ারা অতীত

 

মনোরম, কোনো বারান্দাই আর

আজ সেভাবে নির্জন নয়!


1 কমেন্টস্:

  1. 'বাসনা ব্যাধেরই নাম'

    'কোনো বারান্দাই আর
    আজ সেভাবে নির্জন নয়!' অংশগুলি ভালো।

    উত্তরমুছুন