কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ১৫ জুলাই, ২০২৩

আত্মারঞ্জন-এর কবিতা

 

প্রতিবেশী সাহিত্য


আত্মারঞ্জন-এর কবিতা                     

(অনুবাদ : মিতা দাশ)




 

কবি পরিচিতিঃ জন্ম: ১৮ মার্চ, ১৯৭০। এক সাধারণ কৃষক পরিবারে। শিক্ষাঃ এম এ, এম ফিল (হিন্দি সাহিত্য) হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়, সিমলা। সৃষ্টি: সারাদেশের নামকরা পত্রিকায় কবিতা, গল্প ও কিছু পর্যালোচনা প্রকাশিত হয়েছে। কিছু রচনা সম্পাদিত সংকলনেও সংকলিত হয়েছিল। ইংরেজি ও পাঞ্জাবি ভাষায় কিছু কাজের অনুবাদ। প্রথম কবিতা সংকলন 'পগদন্ডিয়ান গওয়াহ হ্যায়' যুব শিখর সাহিত্য সম্মান-২০১০ দ্বারা সম্মানিত হয়। বর্তমানে হিমাচল প্রদেশে উচ্চশিক্ষা বিভাগে সিনিয়র মাধ্যমিক স্তরে হিন্দির অধ্যাপক। 

 

পথ

           

বিচ্যুত হয়েছে

হোঁচট খেয়েছে এবং খুব বেশি আঘাতও পেয়েছে

ফুটপাথ সাক্ষী,

কোদাল

খোঁড়াখুঁড়ির যন্ত্র দিয়ে নয়,

পায়ে হেঁটেই এই পথ - তৈরি।

       

শিশুরা স্নান করছে

 

শুধুমাত্র মা

শিশুদের স্নান করতে পারেন

এইভাবে

 

বা ধুলো

বা রোদও।

     

ঈশ্বরের রূপ

                

তারা বলেছিল

শিশুরা ঈশ্বরের রূপ

 

আমি দেখেছিলাম

কষ্টে একটি শিশু

গোলাকার মুখ করে

কথায় কথায়

বুঝে ও না বুঝে

বড় বড় গালি দিচ্ছিলো

ভগবানকে।

 

হাঁড়ি

 

কাঠের হাঁড়িটিকে আগুনে

মাত্র একবার চাপানো যায়

জানো তো

কিন্তু এটা কিছুতেই তুমি মেনে নিতে               

পারছিলে না বোধহয়

এইভাবে একবার আগুনে চাপতে

আর পুড়ে ছাই হওয়া নিরর্থক

তাই তুমি বেছে নিলে

একটি ধাতুর বয়স

ধাতুও পেল

একটি রূপ

হাঁড়ি, পাতিল, কুকর ও কড়া জাতীয়

 

আমি জানতে চাই

হাঁড়ি হওয়ার অর্থ

তুমি তুলে ধরো নিজেকে আগুনের লেলিহানে

আর পোড়াকে বদলে দাও

রাঁধায়

 

সত্যি করে বল তো

কী সম্পর্ক তোমার ও হাঁড়ির মাঝে

ঘষো - মাজো রোজ

রোজ চকচকে করে তোলো গুনগুন করতে করতে

আর ফেলে রাখো একটা দিক ওর

পুড়ে ছাই হবার জন্য নিশ্চুপ

 

কোনো সোজাসুজি রক্তের সম্পর্কও নয়

মনে হয় যেন সেও

গুনগুন করতে করতে তোমার সঙ্গে

একই সুরে সুর মিশিয়ে

টগবগ করে ওঠে

তোমার হাতা-খুন্তি তোমার ছোঁয়া মাত্রই

গন্ধ ছড়িয়ে পড়ে আর

মুখ থেকে ছড়ায়

স্বাদের রহস্য

 

বিড়বিড় করতে করতে কখনো কখনো

ভাগ করে নেয় তোমার সঙ্গে

না চাপবার দুঃখ

আর তোমার সঙ্গেই

ভরাট মন ও নিঃশব্দ চোখ নিয়ে

 

সত্যি আমি জানতে চাই

এ কেমন সম্পর্ক।

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন