প্রতিবেশী সাহিত্য
পঙ্কজ ত্রিবেদীর কবিতা
(অনুবাদ : মিতা দাশ)
কবি পরিচিতিঃ
কবি পঙ্কজ ত্রিবেদীর জন্ম ১৯৬৩ সালের ১১ মার্চ গুজরাতে। শিক্ষা - বিএ, বি এড,
পত্রকারিতা ও মাস কমিউনিকেশন্স & মাল্টি মিডিয়া। সাহিত্যকর্ম - আকাশবাণী থেকে কবিতা
প্রসারিত, ফিল্ম নির্মাণ ও কবিতা, গল্পের একাধিক সংকলন প্রকাশিত। সম্মান - সাহিত্য
একাডেমি সম্মান (২০১০), বচ্চি সিংহ রাউৎ সম্মান, সাহিত্যরত্ন সম্মান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
সম্মান।
(১)
কুয়াশা
তোমার মত এবং চুম্বনের মতো
বৃষ্টির ফোঁটা আমাকে স্নান করায়
মিষ্টি ঠাট্টার মতো পাথরের হোঁচট খাওয়ায়
এখনও - কত
সুন্দর এই জীবন...
(২)
ঢাল থেকে
পাথরের উপর ঝরছে জলপ্রপাত
আঘাত পেয়ে সোনা গলে নতুন রূপে
রূপান্তরিত হচ্ছে মূল্যবান
আমরা একের পর এক আঘাত খেয়ে যাচ্ছি।
ভেতর থেকে রক্তাক্ত এবং নোংরা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন
এই ঐতিহ্য... কী?
ব্রহ্মার কাছ থেকে প্রাপ্ত।
(৩)
আমাদের অনুভূতির দেশে
কিছু
মিষ্টি-তিক্ত স্বপ্নেরা বেড়ে উঠছে
যারা মুখোশ ছিঁড়ে
হৃদয়ের গভীরে বেড়ে ওঠে
মানুষ শিখরের পূজা করে আর আমরা?
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন