প্রতিবেশী সাহিত্য
কাজিমিয়েজ় বুরনাত-এর কবিতা
(অনুবাদ : গৌরাঙ্গ মোহান্ত)
কবি
পরিচিতিঃ কাজিমিয়েজ় বুরনাত কবি, প্রবন্ধকার, অনুবাদক, সাংবাদিক এবং সংস্কৃতিসাধক
হিসেবে সুখ্যাত। দক্ষিণ পোল্যান্ডের Dunajec নদীতীরবর্তী Szczepanowice গ্রামে
তিনি ১ জুলাই ১৯৪৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। Wrocław বিশ্ববিদ্যালয় এবং Wrocław শহরে অবস্থিত ইকনোমিকস
বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। যুব সমাজের পক্ষসমর্থনকারী কবি
হিসেবে তিনি সুপরিচিত।
প্যারাট্রুপার
ও জাতীয় স্মৃতির রক্ষক বুরনাত ২৩টি কাব্য রচনা করেছেন এবং ৩৭০-টিরও বেশি সংকলন ও
মনোগ্রাফের সহ-প্রণেতা হিসেবে ভূমিকা পালন করেছেন। অনুবাদ ও সম্পাদনার কাজে তিনি
অনেক ভাষা ও সংস্কৃতির ভেতর সেতুবন্ধ রচনা করেছেন; এ কৃতির জন্য তিনি পোল্যান্ড
এবং ইউক্রেনের অসংখ্য সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
তিনি বহু
সাহিত্য সংগঠনে নেতৃত্ব দিয়েছেন; পোলিশ রাইটার্স ইউনিয়নকে তিনি সমুজ্জ্বল করে
তুলেছেন এবং Poets Without Borders-এর মতো আন্তর্জাতিক উৎসবের সংগঠক হিসেবে
দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি মেরিট টু কালচার গ্লোরিয়া আর্টিস
রৌপ্যপদকসহ অনেক মর্যাদাপূর্ণ সাংস্কৃতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
তাঁর
জীবনদর্শন দুটি সহজ সত্যে স্ফুরিত: মৃতদের স্মরণ দীর্ঘজীবিতা নিশ্চিত করে; সৎকর্ম
প্রশস্ত করে মানবতার পথ।
বিস্ময়করতা (Zdumienie)
শয়নকক্ষের দরজাটা এখনো ক্যাঁচক্যাঁচ করছে
আর অতল লিনেনে
ইতিমধ্যেই জন্মেছে অপচ্ছায়ারা
জানলার ফাটলে—সঙ্গীতধ্বনি
আকাশে ডানার ঝাপট
তৃণভূমির রাজকন্যারা ফুটে ওঠে শুভ্র সজ্জায়
সে আমন্ডের আকাঙ্ক্ষায়
আচ্ছন্ন
কিন্তু আলোয় পূর্ণ চোখ
তাকে নিদ্রার টানে ভেসে যেতে দেয় না
জীবন কেবল একটি বিন্দু
প্রান্তদেশে নিমজ্জন—অসম্ভাব্য
এর গন্ধসারে লীন হতে হয়
আর করতে হয় সমুদ্র উপভোগ
দূর থেকে (Z dystansu)
আমি তোমার চোখে ডুবে যাই
সেটা অনিন্দ্য পঠন
তুমি এত সুন্দর কবিতার সন্ধান করো যে
সেখানে অহংকারের
কোনো জায়গা থাকে না
আমি হয়তো কখনোই তা বুঝতে পারব না—
সেটি এমন এক
অতল ব্রহ্মাণ্ড
সম্পূর্ণ উপলব্ধি না করে
আমি শব্দ পড়ি
(আলাপচারিতার প্রতি আমার ঝোঁক রয়েছে)
কিন্তু কবিরা না থাকলে
আমি হয়তো বৃষ্টির ফোঁটা গুনতাম
আর বৃষ্টি আমাকে ভীত করে,
ছন্দ ও প্রয়োজনের পিরামিড আমাকে দমিয়ে রাখে।
এখন আমি কোনো কিছুর সূচনাপর্বে যাবো না ফিরে
(আমার স্মৃতিশক্তি খুব প্রখর)
কোনো বিকল্প নেই
কেউ সেটার পরিকল্পনা করেনি
কেউ সেটা পুনঃস্থাপনও করবে না।
পুনর্মিলনে আমার ভয় নেই
তবে বিচ্ছেদে রয়েছে
বাগাড়ম্বর (Patos)
প্রতিদিন তার আসক্তি
আরও শক্তিশালী হয়ে ওঠে
তার সত্তা
তৈরি করে
নতুনতর স্নায়ুকোষীয় পথ
দ্রুততর টেলিপ্যাথি
কিন্তু আকর্ষণীয় বস্তু
দূরে রেখেছে
স্পর্শের সম্ভাবনাকে—বহুদূরে
কে সে
অজ্ঞাত প্রলোভনের সঙ্গে
সে তাল মেলাতে পারে না
হাতের নাচ যথেষ্ট নয়
গোধূলি সবুজ হয়ে ওঠে
ঝগড়াটে বৃক্ষরাজি বাতাসে মেলে রাখে তাদের মুকুট
নীরব হয়ে যায় ব্যাক্যান্টিরা।
তার রাত আলোয় পূর্ণ
সে হবে নিয়ন্ত্রক
আগের বিনীত জীবন
এখন বাগাড়ম্বর
পাদমঞ্চে আস্তরণ
তার শব্দচয়ন বদলাতে হলে
প্রবল ঝাঁকুনি প্রয়োজন এবং
আবারও সে
কলুষিত করবে শব্দকে
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন