কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১৩১

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১৩১

বুধবার, ১৪ মে, ২০২৫

আদিত্য প্রত্যূষ

 

কবিতার কালিমাটি ১৪৫


বালিরঙ উটের outdoor

 

(১)

 

ভাঙা ব্রিজের half-আপেল

ভানু  একজন গাছ

মানুষ ভানু

কিংবা অন্যান্য

পাখি

উট

বিড়াল

 

গাছ হলে ভালো otherwise

বিড়াল ও মাছের ভালোবাসা

আকাশ-মরুভূমিময়

কিন্তু মাছ! সতর্কতা স্বরূপ বিড়াল Paused  

সুতরাং সেতুহেতু ধর্মকর্ম again

 

(২)

 

ছবিটিকে চারভাঁজে fold করলে

অপেক্ষাকৃত ছোট চতুর্ভূজ কিংবা আয়তাকার

অংশত গোল কাটতে হবে আকাশ

সচেতনভাবে চাঁদকে অতিক্রম করেও

বুধ ও মঙ্গল কিংবা স্বৈরাচারি মনে হওয়া সূর্যকেও

সুতরাং দর্জি বাড়ির

সেলাইও যথারীতি

সূচের সংসারে অপেক্ষার মাছভাত

শরতের middle আকাশ হালকা তৎপর

অগস্ত্য নক্ষত্রের অবভাস

আবাসযৌগ্য স্তনের আধো ঘুম

মা মনে হচ্ছে সন্ধ্যাতারার

 

(৩)

 

চেতনার বাতি উসকে বলগা মেরুন

মনের কারখানা

ঋষিতুল্য দিনের এই জাফরান

দোজখপোড়া লাল

হাওয়ার তীব্র

সাধনা বাজানো মহিম পাথর

ধুলোর সংকেত   সিঁড়ি হয়    ভাঙে ধূ স র

 

 

 

 

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন