![]() |
কবিতার কালিমাটি ১৪৫ |
রঙ
রঙের মধ্যে ডুবে আছে
রঙের বাইরে কেউ নেই
আজ রামধনু এনেছে আকাশ
অবাক সেজেছে দু'চোখ
ভিজতে ভিজতে ফেরার কথা ভুলে গেছি
শান্তি
যন্ত্রণার মধ্যে জন্ম হচ্ছে আমার
মৃত্যুও হচ্ছে যন্ত্রণার
আর শেষ যা টিঁকে আছে
শান্ত ঘুম
যা সহস্রযুগ সাধনার ফসল
অজানা
কম কথা বলাও অপরাধ
রাধা জানত না
না কে ভরাট করার জন্য
মেঘ কৃষ্ণ হলে
কম কথাগুলি বৃষ্টি
যেখানে বিস্ময়, বিলাপ,
উৎসাহ আর প্রত্যাশা
জটিলা কুটিলার মাথা কাজ করে না
তারা ঝাঁপিয়ে নামতে চায়
অনেক অনেক দূরে সরে যাওয়া যমুনার পাড়ে একলা তমাল
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন