কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১৩১

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১৩১

বুধবার, ১৪ মে, ২০২৫

অভিজিৎ মিত্র

 

কালিমাটির ঝুরোগল্প ১৩৫


জলটুঙ্গি

অমিত আর মেধার প্রি-ওয়েডিং ফটোশুট চলছে। জলটুঙ্গির মাঝে যে চাতালটা সোজা গিয়ে পুকুরের মাঝ বরাবর মন্দিরে মিশেছে, সেখানে অমিত মেধার মুখ দুহাতে নিজের মুখের কাছাকাছি এনে ওর চোখে চোখ রেখে বহুদূর। পেছন থেকে ফটোগ্রাফার পরের পোজ নিয়ে হাত নেড়ে অঙ্গভঙ্গি করছে।

- কি ভাবছ?

- প্রথম যেদিন তোমার মুখটা এভাবে ধরে চুমু খেয়েছিলাম, সেদিন তুমি রেগে কি করেছিলে মনে আছে?

- তোমার দোষ। পেছন থেকে চমকে দিয়ে আমি তাকাতেই তুমি চেপে ধরেছিলে...

- তাহলে যেদিন নেকেড করে সারা গায়ে চুমু খেয়েছিলাম, সেদিন কিছু বলনি কেন?

- বলিনি বলেই একমাস পর ওষুধ খেয়ে অ্যাবোরশান করাতে হয়েছিল, ভুলে গেছ?

- প্লিজ, এখন এসব বলো না। কে শুনে ফেলবে। সাতদিন পর বিয়ে।

- বিয়েটা মন থেকে করছ তো? নাকি দুবার অ্যাবোরশানের চাপে পড়ে?

- যদি বলি, ধনী অ্যাডভোকেটের রাজকন্যাকে ছাড়ব না বলে?

ফটোগ্রাফার এসে অমিতের পিঠে চাপড় মারতে শুরু করে। "ও মশাই, নিজের হবু বউয়ের মুখ নিজের হাতে নিয়ে আপনি কি স্বপ্নে ডুব মারলেন? এতবার ডাকছি শুনতে পাচ্ছেন না?"

অমিতের হুঁশ ফেরে। জলটুঙ্গির প্রায় সন্ধে হয়ে আসা আলোফোটা মোহময় পরিবেশে মেধা ওর দুহাতের মধ্যে নিজেকে মেলে ধরে চোখ বুজে। তাহলে কি অমিত এতক্ষণ নিজেই নিজের মনে এসব...?


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন