![]() |
কবিতার কালিমাটি ১৪৫ |
দ্বন্দ্বের শ্বাস
(১)
শূন্যের জল
নির্নদী
সুষমা।
নদীশূন্য জলের উজালা।
সমান উপমায়
ধুয়ে রাখছে
গুটিকয়েক
ফোনের কুসুমিক।
উসুম উসুম পথ
পায়ের সংলাপ
জুড়ে খুলে
একঢাল
নেই
নেই
কোথাও যাওয়ার আগে
দুই তাল
তালে তালে।
একটা রাত্রি গড়িয়ে
সংসারের ধুলো
মাঝে মাঝে
ঝিমিয়ে
পড়ছে
চোখের পরিখা…
(২)
ভেসে অথবা ভাষায়
এই যা আমি
এই সেই তুমি
যতবার ভেবেছি বাংলায়
স্বরবর্ণে। বর্ণে সরে
একক
এই
ব্যক্তিগত
আলোর ফুটফুট।
ফুটে ফুটে ফুটফুটে
এবং না ফুটেও
আমরা
ক'জন
মিথ্যে জাগর
জাগিয়ে তুলছি
পুড়ে
ছাই
রোদের টুসকি…
(৩)
এই অনুপাত তোমাকেও।
অথচ সংখ্যাগুলো
নৃশংসে
অভিন্ন
সুর
মানুষ
ভেবে
মানুষে ভেবে
বৃত্ত লিখে
একটা জ্যামিতিক।
ডানা থেকে বেরিয়ে
আরেক সভ্যতায়
বায়বীয়।
পালক মিলিয়ে
ভুলবাসার
অদৃশ্যে
বাতিঘর।
একটা নিজস্ব চোখ
শেষ অক্ষরের
ঘামে ভিজে
বিন্দু বিন্দু।
এখন আমরা
পরে
নিতে চাই
সবচেয়ে
পুরনো
মেঘের ঘুংঘট…
ভালো লাগলো। কবি কে ভালোবাসা ❤️
উত্তরমুছুন