কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১৩১

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১৩১

বুধবার, ১৪ মে, ২০২৫

সাম্য ভট্টাচার্য

 

কবিতার কালিমাটি ১৪৫


ঘোড়া

 

জলের ভিতর আগুন,

                    তোমার শ্বাস।

তটে মৃত ঘোড়া, সোনার তরী।

 

পতন…

পোড়া শহরের ঘ্রাণ…

 

শহরে তুমি

তোমার সূর্যচোখ…

 

সমুদ্রঘোড়ার ভ্রমণ…

 

                           ভবিষ্যৎ

 পক্ষীনিকেতনে নিদ্রাহীন চোখে

                            সংকেত জাল বোনে নিশিকান্ত।

আর আমি খাঁচাবন্দী আর্তনাদে

                              শুনি যুদ্ধবিমানের মুক্তিবার্তা।

 ধু ধু প্রান্তরের বাসিন্দা আমি ও নিশিকান্ত।

 

 সোডম ও গোমোরার দেবদূতের

                               সাথে এইমাত্র আমরা

                                       করমর্দন করে এসেছি…

 

ছায়া পড়ে তোমার

 

ছায়া পড়ে তোমার,--

লেখনীতে, বনের ভিতর,

পাতায়, ঘাসে…

 

সারি সারি গাছ আর

শব্দের মাঝে

তুমি জেগে ওঠো।

 

তারপর ঝরে পড়ো

খসে পড়া

           শব্দবাকলে।

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন