কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

সন্তর্পণ ভৌমিক

 

কবিতার কালিমাটি ১১৪


দিন কয়েক

 

অতি উৎসাহী নক্ষত্রও আজ

নিষ্প্রভ হয়ে আসে

আমাদের বিপন্নতা দেখে

 

একদিন পুকুরে পুকুরে

স্নান হতো নিরিবিলি অতিদীর্ঘক্ষণ

পানা ও বকের ফিসফাসে

মিশে যেত দুঃখিতের মিথ্যে অভিমান

 

আজ কিনা জলের অতলে

বিষ ও রক্তের দহরম খুব

বিষাক্ত সরীসৃপও পালিয়ে গিয়েছে

 

উৎসব

 

হাত পেতে বৃষ্টি নেওয়া হয়নি কোনদিন

আজ সব বরফের চাঁই হয়ে গেছে

কান্নারা অপেক্ষারত

অতি খুব দীর্ঘ এক দিনের আশায়

 

অথচ দিন ও রাত্রিগুলো শুকিয়ে গেলে

শ্মশানের অপর পৃষ্ঠায়

বিগলিত কান্নাদের দেখে

হাসি সব উৎসবে মত্ত হয়ে উঠে।

 

মন খারাপ আজ

 

রোদ কি দেখা গেল আজ?

আকাশের রঙের সাথে মন গেছে মিশে।

মনটা খারাপ থাকে তাই।

তাই বুঝি খুনি হয়ে উঠি।

চোখ বুজে সহে যায় পরিচিতরা।

এমনকি পথের পথিক।

মোড়ের কুকুরটাকে অনুরোধ করি,

বাচালের কথা শোন, ঠাঁয় বসে থাক।

 

বসে আছি…

 

আমরা কেবল বসে থাকি।

বসে আছি বেহিসেবি খরচের মতো।

দিন যায় রাত যায়।

বিকার ও প্রবচনহীন।

 

শেষ দুপুরের রোদটুকু হীন হয়ে এলে

কয়েকটা পুরনো চিঠির ডানায়

মৃতের নিঃশ্বাস লেগে থাকার মতো

বসে আছি অনর্থক অসমর্থ হয়ে।

 

মানুষ

 

পৃথিবী বদলে গেছে নাকি

আম, জাম, কাঁঠাল ছায়ায়

পথশ্রান্ত পথিক আজ নেই

ওৎ পেতে বসে থাকে খুনি ও ফেরার

 

পৃথিবী বদলে গেছে তাই

মানুষের শব পাশে নিয়ে

হায়াহীন অমায়িক খচ্চর তুমি

বসে থাকো রাতদিন অতিপ্রিয় হয়ে।

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন