কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

জয়া ঘটক

 

কবিতার কালিমাটি ১১৪


মুখোশ

 

ফিরে আসার জন্যেই যেতে হয়! না গেলে ফিরে আসবো কীভাবে?

তাই, বিদায়ের সময় হাসিমুখে বিদায় দিও।

প্রতিটি হাসিতে রেখো ফিরে আসার আহ্বান।

 

তাহলে দেখবে আর ফিরে আসার

পথ খুঁজতে কষ্ট হবে না!

 

অরণ্যজীবন

 

এখনও কিছু শ্বাস বাকি

আছে দেহে। রৌদ্রে দগ্ধ

এই ক্ষণ জীবনকে... অল্প

ছায়া দিতে একটি গাছ...

অনবরত ডাক দিয়ে যায়।

 

খুশী না কষ্ট... না বুঝে...

মন... মুখ ঘুরিয়ে বসে থাকে।

 

শেষ ডাক

 

শেষ প্রেমের কথা

কেউ জানে না!

 

জানে শুধু হৃদপিন্ড!


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন