কবিতার কালিমাটি ১১৪ |
গর্ভগৃহ
তালের নিবিষ্ট দাবাময় আঙ্গিক, বিনুনীত হল আলোঝম্পে। সেই প্রথম কাহিনীপাত। বিস্তৃতিবৃত্তি।
ঘটা ভর জওয়ানি। আঁচড়স্থ বেলারেণু।
প্রণালীর ভেতরে সুচারু তুমি ক্রিশমাশে ও অঙ্গসংবাহনে। যাহা কিছু প্রাচীন, তাহাকে
অবলম্বিয়ে গোলকাতীত এক আলো।
শেষ স্তবক জুড়ে উজ্জ্বল হয়ে থাকে। চুড়ান্ত পেশকাশ। এই স্যান্ডস্টোন ও গাছ ছুঁয়ে
দেখেছিল মাদার মেরী। দেখেছিল –
১.
অখৃষ্ট বাতাবরণ
২.
অচোখের কবিতার্থ, মায়াপুর
বিধিজ
১।।
যার চরিত্র
ভাল না
তাকে দেখলাম
আকাশের তলায়
কিছু বেলায়
সন্ধ্যাহীন
ও অন্যমনস্ক
ওয়েট করছে
আমার আর
মগ্ন হওয়া
হল না
অদর্শন হেতু
সংস্কৃতির প্রাণকেন্দ্রে
কালো ছাতার
সাংগঠনিক
অন্তরঙ্গতা
বিষয়ে
অতিরিক্ত
পর্বতশ্রেণীতে
প্রাণক্রিয়া
স্বরূপ
২।।
চোখস্থ সর্বত্রতা
মুর্শিদাবাদে
ছড়িয়ে গেছে
বন্ধুত্ব
প্রান্তরের
অভিমুখে
বৃষ্টি পড়ছে
লিলি ফুল ফুটেছে
অটোর আওয়াজ
কলেজ স্কোয়ার মেলা, ২০২০
অস্তের নিরঞ্জন
সূর্যের গায়ে
পুকুরতা
বৃষ্টিয়েছে
মহম্মদের
বসনাঞ্চল জুড়ে
বসে আছি
স্তনের বিনিময়ে
কাব্য-পুস্তক
খরিদ করে
বুদ্ধমন্দিরের
ছাদে
ওরা সুরাপানরতা
সচলতা একটি
টানা-রিক্সায়
বিকেলমাফিক
অন্যরকম কবিতাঞ্চল ভ্রমণ। কবিতারাজ্যের কবি, অভিনন্দন!
উত্তরমুছুনকবিতাঞ্চলে আপনাকে স্বাগত। এ আপনারই নিজস্ব ভুবন, আপনার কল্পনা এখানে সর্বত্রগামী হবে।
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনকবিতাগুলো ভালো লাগলো, অন্যরকম
উত্তরমুছুনভালোবাসা দাদা! সাথে থাকুন, পাশে থাকুন।
মুছুনসিনট্যাক্স ভাঙা ও শব্দপ্রয়োগ ভাল লাগল। তবে একটানা এই আঙ্গিকের কবিতা সিরিজ হিসেবে পড়া ক্লান্তিকর বোধ হতে পারে।
উত্তরমুছুনতোমার মন্তব্য সুচিন্তিত। এই বিষয়ে আমায় ভাবতে হবে। ধন্যবাদ।
মুছুনবেশ অন্যরকম।ভাঙা আর গড়া চলতে থাকুক।শেষ নেই এটা মনে রাখিস।
উত্তরমুছুনঠিক। পদ্ধতির মধ্যেই আছি...
মুছুন